পেন কিলার খেলে উল্টে বাড়বে ব্যথা বলছে গবেষণা!
সামান্য ব্যথা হলেই পেনকিলার খাওয়ার হঠকারি সিদ্ধান্তের ফলেই হতে পারে বড় রকমের ক্ষতি। ব্যথা আরও বেড়ে যেতে পারে শুধু তাই নয় ব্যথা দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভবনাও থেকে যায়। এমনই বলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা।
ওয়েব ডেস্ক: সামান্য ব্যথা হলেই পেনকিলার খাওয়ার হঠকারি সিদ্ধান্তের ফলেই হতে পারে বড় রকমের ক্ষতি। ব্যথা আরও বেড়ে যেতে পারে শুধু তাই নয় ব্যথা দীর্ঘমেয়াদী হওয়ার সম্ভবনাও থেকে যায়। এমনই বলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা।
তাদের গবেষণায় উঠে এসেছে গত কয়েক দশকে মানুষের 'পেন কিলার' আসক্তির তথ্য। কলোরাডো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিন্ডা ওয়াটকিন্সের মতে, মরফিন, অক্সিকোডন, মেথাডন জাতীয় উপাদানের প্রয়োগে সবচেয়ে বেশী দীর্ঘমেয়াদি এবং গুরুতর ক্ষতি হচ্ছে।
অধিকাংশ ক্ষেত্রেই, সাধারণ মানুষের ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে হতেই নেওয়া সিদ্ধান্তের উপর ভরসা করে ওষুধ খাওয়ার প্রবণতাই এই সমস্যার মূল কারণ।