ওয়েব ডেস্কঃ মস্তিষ্কবিভ্রাট হলে মানুষ কি না করে। আর হালফিলে এই মস্তিষ্ক বিভ্রাটের একটি বড় কারণ হলো সেলফি। যে করেই সেলফি তোলায় পাল্লা দিতে হবে বন্ধুকে। এর জন্য প্রাণের ঝুঁকি নিতেও পিছপা হয় না যুব সমাজ। এই সেলফি কাণ্ডে অনেকের অনেকরকম ক্ষতি হলেও লাভ হচ্ছে দাঁতের ডাক্তারদের। এবার প্রশ্ন হলো সেলফির সঙ্গে দাঁতের ডাক্তারের কি সম্পর্ক।


সাধারণ ছবিতে দাঁত খুব একটা চোখে না পড়লেও সেলফিতে চোখে পড়ে। কাছ থেকে তোলা হয় বলে সহজেই ধরা পড়ে যায় দাঁতের নানারকম খুঁত। আর এতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে সেলফির ‘মডেল’দের। তাই দাঁত ঠিক করতে লাইন বাড়ছে দাঁতের ডাক্তারদের চেম্বারে। ডেন্টিস্টরা জানাচ্ছেন, শুধু মাত্র সেলফিতে দেখতে খারাপ লাগছে বলে দাঁতের সার্জারি ক্রাতে চাইছেন এমন মানুষের সংখ্যা বাড়ছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে দাঁতের সমস্যা থাকে না। সাধারণত সব মানুষের সামনের দাঁত দুটি একটু বড় হয়। সেলফি খুব কাছ থেকে তোলা হয় বলে দাঁত গুলো আরও বড় বড় দেখতে লাগে। যাকে বলে ‘হর্সি টিথ’। কিন্তু এর হ্ন্য সার্জারির কোনও প্রয়োজন হয় না।