নিজস্ব প্রতিবেদন: এ বার কেন্দ্র ভারত! অন্তত ফাইজারের টিকার দিক দিয়ে এ কথা বলাই যায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফাইজার ইন্ডিয়া 'ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া' (ডিসিজিআই)-র কাছে ভারতে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চাইল এ বার।


এক সর্বভারতীয় সংবাদসংস্থার সূত্রে প্রকাশ, ভারতে ফাইজার-বায়োএনটেক-এর তৈরি এমআরএনএ ভ্যাকসিন বিএনটি১৬২বি২-র আমদানি এবং তা বিপণনের অনুমতি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছে ফাইজার সংস্থা।


কোভিড পরিস্থিতির সঙ্কটকালে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করে ফাইজার স্বস্তি এনে দিয়েছে গোটা বিশ্বে। ফাইজার এবং বায়োএনটেক-এর যৌথ প্রয়াসে তৈরি এই ভ্যাকসিনকে প্রথম ছাড়পত্র দিয়েছে ব্রিটেন সরকার। এ বার ফাইজার ইন্ডিয়া, জরুরি পরিস্থিতিতে ভারতে এই ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন চাইল।


সরকারি সূত্রে জানা গিয়েছে, ড্রাগ রেগুলেটরের কাছে একটি আবেদনপত্র দিয়ে এ দেশে ভ্যাকসিন বিক্রির জন্য আমদানি এবং তা বিতরণের অনুমতি চেয়েছে সংস্থাটি। ভারতবাসীর ওপর এর ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতিও চাওয়া হয়েছে।


also read: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা-আক্রান্ত আরও প্রায় ৩৭ হাজার! মৃত ৫১২