নিজস্ব প্রতিবেদন: ১৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে টিকাকরণ পদ্ধতি। প্রথম ফেজে দেওয়া হয়েছিল স্বাস্থ্যক্রমী ডাক্তারদের। দ্বিতীয় ফেজ দেওয়া হচ্ছে ভোটকর্মী ও ষাটোর্ধ্বদের। ১ মার্চ (সোমবার) থেকে শুরু হয়েছে  সেকেন্ড ফেজ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১) কারা সেকেন্ড ফেজে করোনা ভ্যাকসিন পাবেন? 


  • প্রত্যেক দেশবাসী, যাঁদের বয়স ৬০-র ঊর্ধ্বে।

  • ৪৫ থেকে ৫৯ পর্যন্ত যাঁদের বয়স, তারা যদি comorbidites হয়। 

  • যারা ভোটকর্মী হবেন এবং প্রথমসারির যে যে স্বাস্থ্য কর্মী এখনও ভ্যাকসিন গ্রহণ করেননি। 


২) কারা comorbidites-এর আওতায় পড়েছেন?


১) যাঁরা বিগত ১ বছর ধরে হৃদরোগে আক্রান্ত এবং হাসপাতালে ভর্তি। 


২) পোস্ট কার্ডিয়াক ট্রান্সপ্ল্যান্ট / বাম ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস (LVAD)।   


৩) left ventricular systolic dysfunction (LVEF < 40%)।


৪) Moderate, severe valvular heart disease।


৫) গুরুতর পিএএইচ বা ইডিওপ্যাথিক পিএএইচ সহ জন্মগত হৃদরোগ।


৬) চিকিত্সার উপরের সিএবিজি / পিটিসিএ / এমআই এবং উচ্চ রক্তচাপ / ডায়াবেটিস সহ করোনারি আর্টারি রোগ।


  ৭) এনজিনা এবং হাইপার টেনশন / ডায়াবেটিসের চিকিত্সা।


৮) CT/MRI করার পর সেখানে যদি স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ / ডায়াবেটিস দেখা দেয় ও চিকিৎসা চলে।


  ৯) যাঁদের Pulmonary artery hypertension এবং hypertension/diabetes এর চিকিৎসা চলছে।


১০) যাদের ১০ বছরেরও বেশি সময় ধরে ডায়াবেটিস আছে, যার দরুণ নানা জটিলতা দেখা দিয়েছে শরীরে। 


  ১১) কিডনি / লিভার / হেমাটোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট


১২) কিডনি প্রায় বিকল,  রয়েছে haemodialysis/CAPD


১৩) corticosteroids/immunosuppressant এর জন্য যাদের দীর্ঘদিন ধরে ওষুধ চলছে। 


  ১৪) Decompensated cirrhosis


১৫) যাদের শ্বাসকষ্ট জনিত কোনও রোগ আছে (FEVI <50%)।


১৬) Lymphoma/Leukaemia/Myeloma


  ১৭) ক্যান্সারে আক্রান্ত, কেমো থেরাপি চলছে।


১৮)  Cell Disease/Bone marrow failure/Aplastic Anemia/Thalassemia Major


১৯) HIV


 


৩) ভ্যাকসিন কি নিতেই হবে? 


উত্তর, ভ্যাকসিন নিলে আপনার শরীরের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি পাবে। দেশের প্রতিটি মানুষের শরীর থেকে কোভিড তাড়াতে, ভ্যাকসিন একমাত্র দাওয়াই। তাই দেশবাসীকে ভ্যাকসিন গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 


৪) কোন ভ্যাকসিন প্রয়োগ করা হবে? ভ্যাকসিন কি বেছে নেওয়া সম্ভব?


উত্তর: Covishield এবং Covaxin, ভ্যাকসিন বেছে নিতে পারবেন না। 


৫) কতগুলি ডোজ লাগবে? 


উত্তর: ২৮ দিনের মাথায় ২ টি ডোজ পাবেন। ফোনে আপনাকে মেসেজ পাঠিয়ে দ্বিতীয় ডোজের দিন জানিয়ে দেওয়া হবে।  


৬) কোথা থেকে ভ্যাকসিন পাবেন? 


উত্তর: সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে নিতে পারবেন ভ্যাকসিন। তবে কোন কোন হাসপাতাল ভ্যাকসিন দিচ্ছে, সে সম্পর্কে অবগত হতে হবে। 


৭) নিজেকে ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্টার করা যায়? 


উত্তর: হ্যাঁ। co-win  অ্যাপে ঢুকে নিজের যেকোনও একটি পরিচয় পত্র জমা করে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করে রেজিস্তার করতে পারবেন। 


৮) যদি অ্যাপের মাধ্যমে রেজিস্টার করতে না পারলে, কী করণীয়?


উত্তর: আপনার বাড়ির নিকটবর্তী হাসপাতালে যদি ভ্যাকসিন দেওয়া হয়, তাহলে প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হবে পাড়ায় পাড়ায়। এরপর ভ্যাকসিন কেন্দ্রে গিয়ে নাম রেজিস্টার করতে পারবেন। 



৯)কোন কোন পরিচয়পত্র দেখাতে হবে? 


উত্তর: adhar Card/Letter
Electoral Photo Identity Card (EPIC)
Passport
Driving License
PAN Card
NPR Smart Card
Pension Document with photograph