জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেঙ্গালুরু, চেন্নাই এমনকি শহর কলকাতাতেও হানা দিয়েছে HMPV ভাইরাস। কলকাতায় এক শিশুর চিকিত্সা হয়েছে বাইপাসের ধারে একটি হাসপাতালে।  ভারতে HMPV-এর বাড়বাড়ন্তের পাশাপাশি এবার আমেরিকায় আতঙ্ক সৃষ্টি করেছে র‍্যাবিট ফিভার। গত কয়েক বছরে আমেরিকায় এক সংক্রমণ বেড়েছে অন্তত পঞ্চাশ শতাংশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-HMPV-র ভয়াল থাবা বাংলাতেও! আক্রান্ত সাড়ে পাঁচ মাসের শিশু...


এই রোগটির নাম টিউলারেমিয়া। এটি অত্যন্ত সংক্রমক। এটির সংক্রমণ ছড়ায় ব্যাকটেরিয়াম ফ্রান্সিসেলা টিউলারেন্সিস ব্যাকটেরিয়ার সাহায্যে। বিভিন্নভাবে মানুষের মধ্যে ছড়াতে পারে এই বিরল রোগ। কোনও পতঙ্গের কামড়, খরগোশ বা ইঁদুরের সাহায্যে। কোনও প্রাণীর বাসা থেকেও বাতাসের মাধ্যমে এটি ছড়াতে পারে। তবে দূষিত জলপান, ধুলো, নোংরার মাধ্যমেও অনেক সময় এই রোগের জীবাণু শরীরে প্রবেশ করতে পারে।


২০০০ সালে ম্যাসাচুসেটসের একটি আঙুর খেতে এই রোগের সংক্রমণের বিষয়টি নজরে আসে। সেবার ১৫ জনের মধ্যে ওই রোগের সংক্রমণ ধরা পড়ে। মৃত্য়ু হয় একজনের।


র‍্যাবিট ফিভারের লক্ষণ


টিউলারেমিয়ার লক্ষণ বিভিন্ন ধরনের হতে পারে। তবে সব ক্ষেত্রেই রোগীর প্রবল জ্বর হয়ে থাকে। তবে লক্ষণ নির্ভর করে কী ভাবে ওই রোগের সংক্রমণ হয়েছে তার উপরে। এই রোগের ফলে চামড়ায় ঘা, মুখে ঘা হতে পারে, গলায় ঘাও হতে পারে।


চোখের মাধ্যমে ওই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলে চোখ ফুলে যেতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে। চোখের চারদিকের গ্ল্যান্ড ফুলে যেতে পারে। এছাড়াও প্রচুর কফ, বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ভোগ করতে পারেন সংক্রমিত রোগী।


প্রতিকার


কীটনাশক ছড়াতে হবে।


শরীর ঢাকা পোশাক পরতে হবে।


পরিস্ুত জল খেতে হবে।


লনে বেড়ানো বা ঘাস সাফ করার সময় মাস্ক পরতে হবে।


পশুপাখির সঙ্গে থাকার সময় গ্লাভস পরে নিতে হবে।


পশুপাখির মাংস খাওয়ার সময় ভালো করে তা সিদ্ধ করে নিতে হবে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)