ওয়েব ডেস্ক: চলন্ত গাড়িতে কী খবরের কাগজ পড়েন? তাহলে সাবধান! অচিরেই মোশান সিকনেসের শিকার হতে পারেন। কিন্তু এই মোশান সিকনেসটা আবার কী, তাই ভাবছেন তো! আসলে এটা একটা শারীরিক সমস্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিষয়টা হল, আপনি যখন চলন্ত গাড়িতে কাগজ বা বই পড়েন, তখন 'ভিজুয়াল ফিল্ড' স্থির থাকে। কিন্তু, কানের গভীর অংশ গাড়ির গতিশীলতা অনুভব করতে পারে। আর তা থেকেই ধীরে ধীরে বমিভাব সহ শারীরিক অস্বাচ্ছন্দ্য বোধ হয় এবং মনে হতে থাকে যেন শরীরের মধ্যে কোনও বিষক্রিয়া হচ্ছে। গোটা বিষয়টি আরও স্পষ্টভাবে দেখে নিন নিচের ভিডিওটি থেকে-


 



আরও পড়ুন- অকালে চুল পেকে যাওয়ার কারণে পুরুষদের আর কী সমস্যা হতে পারে জেনে নিন