নিজস্ব প্রতিবেদন: বিশ্বের প্রথম করোনা প্রতিষেধক হিসাবে ১১ অগাস্ট রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে রাশিয়ার ‘Sputnik V’-এর নাম। ব্রিটিশ পত্রিকা ‘দি ল্যানসেট’-এ প্রকাশিত Sputnik V-এর ট্রায়ালের ফলাফলে দাবি করা হয়েছে, এই টিকা ২৮ দিনের মধ্যেই শরীরে শক্তিশালী টি-সেল তৈরী করতে সক্ষম। গবেষকদের দাবি, টিকা প্রয়োগের ১৪ দিনের মাথায় শরীরে টি-সেলের সংখ্যা সবচেয়ে বেশি বৃদ্ধি পায় আর ২৮ দিনের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পায় করোনা-রোধী অ্যান্টিবডির সংখ্যা। এ বার ভারতে এই টিকার ট্রায়ালের প্রস্তুতি শুরু হয়ে গেল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ভারতে শুরু করা হবে রুশ করোনা টিকা Sputnik V-এর হিউম্যান ট্রায়াল। জানা গিয়েছে, প্রায় ২,০০০ স্বেচ্ছাসেবকের শরীরে এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের কথা ভাবা হচ্ছে। মঙ্গলবার এ কথা জানিয়েছে, হায়দরাবাদের ফার্মাসিউটিকাল সংস্থা ডঃ রেড্ডি’স ল্যাবরেটরিজ (Dr. Reddy's Laboratories)-এর এক মুখপাত্র। উল্লেখ্য, ডঃ রেড্ডি’স ল্যাবরেটরিজ-ই বেঙ্গালুরুতে Sputnik V-এর হিউম্যান ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে।


সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, রাশিয়ার সরকারের পক্ষ থেকে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF) ডঃ রেড্ডি’স ল্যাবরেটরিজ-কে Sputnik V-এর প্রায় ১০ কোটি ডোজ পাঠাবে। এই টিকার ট্রায়াল ও পরে বন্টনের ক্ষেত্রেও হায়দরাবাদের ফার্মাসিউটিকাল সংস্থাই দায়িত্ব পেতে চলেছে। শুধু তাই নয়, পরবর্তী ক্ষেত্রে Sputnik V-এর ৩০ কোটি ডোজ ভারতে তৈরির বিষয়েও দু’পক্ষের মধ্যে কথাবার্তা চলছে। এর জন্য একটি চুক্তিও স্বাক্ষরিত হওয়ার কথা দু’পক্ষের মধ্যে।


আরও পড়ুন: করোনা সংক্রমণ থেকে বাঁচতে ব্লিচের ব্যবহার অত্যন্ত বিপজ্জনক হতে পারে! সতর্ক করল WHO


রাশিয়ার সরকারের পক্ষ থেকে রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দাবি করে, বিশ্বের অন্তত ২০টি দেশ ‘Sputnik V’ পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এই প্রতিষেধকের তৃতীয় পর্বের ট্রায়াল এবং পরবর্তিকালে উৎপাদনও শুরু হবে এই দেশগুলিতে। এই তালিকায় রয়েছে তুরস্ক, কিউবা, দক্ষিণ কোরিয়া, ব্রাজিল বা ভারতও। শুধু ট্রায়ালেই নয়, Sputnik V-এর উৎপাদন, বন্টনেও ভারতকে পাশে চাইছে রাশিয়া!