ওয়েব ডেস্ক : আপনার রাত্রিসুখে এবার ঘাসের অবদান! ব্যাপারটা বোধগম্য হল না, তাই তো? আরে দাঁড়ান। একটু সবুর করুন। ভালো জিনিস কি অত সহজে হাতে পেলে চলে! কথায় বলে না, “সবুরে মেওয়া ফলে।”


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খামখেয়ালি অনেক হল। এবার আসল কথায় আসা যাক। ঘাস আর রাত্রিসুখের মধ্যে যোগসূত্রটা কোথায়? খোলসা করে বলা যাক... ঘাস থেকেই তৈরি হবে কন্ডোম। যে সে কন্ডোম নয়... স্বচ্ছ কন্ডোম! আর আপনার রাত হয়ে উঠবে আরও কামাতুর, আরও রঙিন।


ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের একদল বিজ্ঞানী দাবি করেছেন ঠিক এমনটাই। ঘাস থেকেই তৈরি করা হবে কন্ডোম। যা হবে বিশ্বের অন্যতম স্বচ্ছ কন্ডোম। অস্ট্রেলিয়ায় ‘স্পিনিফেক্স’ নামে এক বিশেষ প্রজাতির ঘাস জন্মায়। বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই ঘাসের ফাইবার দিয়ে যে ল্যাটেক্স তৈরি করা হবে, তার গুণমান অনেক উন্নত হবে। আর এই ল্যাটেক্স হচ্ছে কন্ডোম তৈরির প্রধান উপাদান। তবে কার্যকারিতায় কোনও অংশে কম হবে না এই স্বচ্ছ কন্ডোম।