নিজস্ব প্রতিবেদন: ২০২১ সালের মধ্যেই ভারত-সহ উন্নয়নশীল দেশে পৌঁছে দিতে হবে করোনার প্রতিষেধক। সেই লক্ষ্যপূরণে ১০ কোটি ভ্যাকসিন তৈরির জন্য বিল অ্যান্ড মেলিন্দা গেটস এবং গাভি ভ্যাকসিন অ্য়ালায়েন্স (GAVI) ১৫ কোটি ডলার তুলে দিল ভারতের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার হাতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেরামের পক্ষে শুক্রবার জানানো হয়েছে এ কথা। অ্যাস্ট্রাজেনেকা ও নোভাভ্যাক্স এই দুই প্রতিষেধকের প্রত্যেক ডোজের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ২২৫ টাকা। ৯২ টি দেশে পৌঁছবে ভ্যাকসিন। বিবৃতি দিয়ে একথা জানিয়েছে সেরাম। গাভিকে (GAVI) আর্থিক সাহায্য দিচ্ছে গেটস ফাউন্ডেশন। সেই অর্থ দিয়ে সেরামকে সাহায্য করছে গাভি।


যাতে দরিদ্র দেশে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যায় সে দিকেই নজর রাখবে গাভি(GAVI)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেসনস (CEPI) পরিকল্পনায় কোভ্য়াক্স প্রকল্পের শরিকও গাভি। কোভ্যাক্স প্রকল্পের লক্ষ্য় হলো ২০২১ সালের মধ্যে ২০০ কোটি কার্যকরী করোনার প্রতিষেধক বানিয়ে ফেলা।


আরও পড়ুন: হেঁচকি দিয়ে করোনার বহিঃপ্রকাশ? হাড়হিম করা ঘটনার সাক্ষী চিকিৎসকরা