ওয়েব ডেস্ক : আপনি কি পর্যাপ্ত পরিমাণে জল খান? নাকি জল খেতে আপনার প্রবল অনীহা? কাজের চাপে বেমালুম ভুলে মেরে দেন জল নামক অতি প্রয়োজনীয় জিনিসটির কথা! একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে দৈনন্দিন জলের যে চাহিদা, তা পূরণ না হলে দেখা দেয়, হাজারো সমস্যা । কারণ, কথাতেই আছে, জলের অপর নাম জীবন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যে যে লক্ষ্মণগুলি বুঝিয়ে দেবে শরীরে জলের ঘাটতি হয়েছে কি না-


১) মূত্রের রং ও পরিমাণ- একজন পূর্ণবয়স্ক মানুষের দিনে ৬-৭ বার মূত্রত্যাগ হওয়া উচিত । মূত্রত্যাগের পরিমাণ যদি এর কম হয়, তাহলে শরীরে জলের ঘাটতি রয়েছে । সেইসঙ্গে মূত্রের রংও বুঝিয়ে দেয় শরীরে জলের ঘাটতি । মূত্রের রং যদি হলদেটে বা গাঢ় হলুদ হয়, তাহলে অবিলম্বে জল খাওয়া উচিত ।


২) শুষ্ক ত্বক- শুকনো খসখসে চামড়া বুঝিয়ে দেয় শরীরে জলের প্রয়োজন।


৩) মাথাযন্ত্রণা ও মাথা ঘোরা- শরীরে জলের অভাবে মাথাযন্ত্রণা হয়। সিঁড়ি দিয়ে ওঠা, মাথা নিচু করে কিছু তোলার ক্ষেত্রে মাথা ঘোরে।


৪) জিভ শুকিয়ে যাওয়া- শরীরে জলের অভাবে জিভ শুকিয়ে যেতে পারে। কারণ জিভে তখন প্রয়োজনীয় লালা ক্ষরণ হয় না। ফলে জড়িয়ে যেতে পারে কথাও।


৫) খিদে খিদে ভাব- খাওয়ার পরও খিদে পাচ্ছে। এর কারণ হতে পারে দেহে জলের অভাব।