ওয়েব ডেস্ক: সাপের বিষ মানুষের শরীরের ব্যথা উপশমে সাহায্য করবে! বিজ্ঞানীরাই বলছেন, দেহে সবচেয়ে লম্বা বিষের গ্রন্থি রয়েছে এমন একটি সাপের বিষে লুকনো রয়েছে মানব শরীরের ব্যথা উপশমের সমস্ত সমাধান। যার ইংরেজি নাম লঙ গ্ল্যানডেড কোরাল স্নেক, দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই সাপকে ডাকা হয় 'কিলার অফ কিলার্স' নামে। এই সাপগুলো গড়ে সাড়ে ছ'ফুট থেকে সাত ফুট লম্বা হয়।আর এদের শরীরে এত বিষাক্ত বিষ থাকে যে, শরীরে এই বিষ ঢোকার সঙ্গে সঙ্গেই খিঁচুনি শুরু হয়ে যায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এই ১০ বোন যদি ওই ১০ জনকে ভাইফোঁটা দিতেন তাহলে পৃথিবীতে মুষলধারায় শান্তি আসতো!


অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মনে করছেন এই সাপের বিষ মানুষের শরীরে ঢুকিয়ে ব্যথার উপশম করা যেতে পারে। এক বিজ্ঞানী বলেছেন, 'সাধারণত সাপের বিষ শরীরে ঢোকার পর আস্তে আস্তে কাজ শুরু করে। কিন্তু এই সাপের বিষ এতটাই তীব্র যে, শরীরে ঢোকার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দেয়। তাই এই সাপের বিষ মানুষের শরীরের ব্যথা কমাতে সাহায্য করবে।'


আরও পড়ুন  জানেন কেন আমাদের ত্বকে অ্যাকনে দেখা দেয়?