তেলেঙ্গানাতে  সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২ জনের। তেলেঙ্গানার গান্ধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল তাদের। ২০১৫ সালে এই নিয়ে ভারতে ৪১  জন  সোয়াইন ফ্লুতে  আক্রান্ত


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হয়ে মারা গেলেন।


 স্বাস্থ্য বিভাগের বুলেটিন অনুযায়ী শুক্রবার ৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ২০ টি নমুনা  H1N1 ভাইরাস সংক্রামক।  মৃত ব্যাক্তিরা সংক্রমিত নমুনার মধ্যেই ছিল। ২০১৫ এর জানুয়ারি থেকে  


আজ পর্যন্ত পরীক্ষিত ২,২১২ টি নমুনার মধ্যে ৭৩৮ টি নমুনা  H1N1 ভাইরাস সংক্রামক।


স্বাস্থ্য বিভাগ সোয়াইন ফ্লু প্রতিরোধ করার জন্য পর্যাপ্ত পরিমান ঔষধের ব্যবস্থা করেছে। সমস্ত জেলা হাসপাতাল ও স্বাস্থ্য দপ্তর গুলিতেও ঔষধ সরবরাহ করা হয়েছে। সাধারন মানুষকে তাদের


কাছাকাছি স্বাস্থ্য দপ্তর গুলিতে  যোগাযোগ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।  সোয়াইন ফ্লু প্রতিরোধ করার জন্য জ্বর, হাঁচি দেওয়া, কাশি, শরীরে যন্ত্রণার মতো উপসর্গ গুলিতে সাধারন মানুষকে


সতর্ক থাকতে হবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে  স্বাস্থ্য বিভাগ।