ওয়েব ডেস্ক: আজ বিশ্ব যক্ষা দিবস। বিশ্বের বহু মানুষ এই রোগে ভোগেন। শুধু ভোগেনই না, তেমন তেমন ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হয়ে বহু মানুষ প্রাণ হারান। অনেক মানুষই কাশি আর যক্ষার মধ্যে পার্থক্যটা বুঝতে পারেন না। তাহলে এখনই জেনে নিন যক্ষা রোগের লক্ষণগুলি। আর লক্ষণগুলির সঙ্গে কোনও মিল পেলে অবশ্যই তাড়াতাড়ি চিকিত্‌সা করান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যক্ষা রোগের লক্ষণগুলি হল-


১) বুকে ব্যথা।


২) দুর্বলতা।


৩) ওজন কমে যাওয়া।


৪) কাশির সঙ্গে রক্ত।


৫) জ্বর।


এই লক্ষণগুলির মধ্যে কোনও একটির সঙ্গে মিল পেলেই সঙ্গে সঙ্গে চিকিত্‌সকের সঙ্গে পরামর্শ নিন।


কোহলির ফিটনেস নিয়ে ধোঁয়াশা, ধরমশালায় কামব্যাক হচ্ছে না সামির