নিজস্ব প্রতিবেদন: বিরল রোগে আক্রান্ত এক কিশোরী। যার মধ্যে দেখা দিয়েছে, 'রাপুনজেল সিনড্রোম'(Rapunzel Syndrome)। যিনি সকাল বিকেল নিজের চুল ছিঁড়ে খান বলে জানা যাচ্ছে। লন্ডনের ১৭ বছরের এক কিশোরী এই ভয়াবহ রোগে আক্রান্ত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বেশ কয়েকদিন ধরেই পেটে মারাত্মক যন্ত্রণায় ভুগছিলেন ওই কিশোরী। সম্প্রতি সেই ব্যাথা ভয়ানক আকার নেয়। ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এরপর পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, কিশোরীর পেট অদ্ভুত ভাবে ফুলে রয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি করে বুঝতে পারা যায়, পেটে বেশ বড় আকারের অস্বাভাবিক কিছু একটা রয়েছে। 
 রাতারাতি অপারেশন করার সিদ্ধান্ত নেন ডাক্তার। এরপর পেট থেকে বের করা হয় ৪৮ সেন্টিমিটার লম্বা চুলের দলা বের করা হয়। 



জানা গিয়েছে, ওই কিশোরী নিজের মাথার চুল নিজেই ছিড়ে ফেলেন। এরপর সেটি দলা পাকিয়ে খেয়ে নেন। চিকিৎসকরা জানাচ্ছেন, ওই কিশোরী দুটি রোগে আক্রান্ত ট্রাইকোফ্যাজিয়া ও ট্রাইকোতিলোম্যানিয়া ।