ওয়েব ডেস্ক: ফোনটা হাতে নিয়ে সারাক্ষণ খুট খুট। স্মার্টফোন এখন আমরা কল করার থেকে বেশি মেসেজ বা চ্যাটের মাধ্যমে কথা বেশি বলি। কিন্তু সারাক্ষণ ফোনে টেক্সট বা মেসেজ লেখা আমাদের শরীরে কী প্রভাব ফেলতে পারে জানেন? অতিরিক্ত মেসেজ লিখে কথাবার্তা বলা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর। চিকিত্‌সকরা এমনটাই বলছেন। কিন্তু এর ফলে কী ধরণের ক্ষতি হতে পারে আমাদের?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই প্রসঙ্গে একজন অর্থপেডিক চিকিত্‌সক বলছেন, অতিরিক্ত পরিমানে মেসেজ লিখলে, আমাদের হাত এবং আঙুলের কাজ বেশি হয়। এর ফলে হাতের বিভিন্ন অসুখ হতে পারে। কব্জির অসুখ হতে পারে। এছাড়াও আমাদের হাত বিভিন্নরকমভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে এর ফলে। তাই হাতের অসুখ থেকে বাঁচতে অতিরিক্ত পরিমানে মেসেজ করা বন্ধ করুন।