ওয়েব ডেস্ক : আমাদের পরিচিত অনেকের মধ্যেই এই সমস্যাটা থাকে। রাস্তায় হাঁটতে হাঁটতে বা কাজ করতে করতে আচমকা অজ্ঞান হয়ে যান তাঁরা। বেশ খানিকক্ষণ পর জ্ঞান ফেরে। কিন্তু, কেন এভাবে তাঁরা অজ্ঞান হয়ে যান? বিশেষজ্ঞরা বলছেন, মূলত ৪টি কারণ থাকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) নিম্ন রক্তচাপ- রক্তচাপ কমে গেলে মানুষ অজ্ঞান হয়ে যান। এধরনের ঘটনা বেশি ঘটে ৬০ থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে মানুষজনের।


২) ডিহাইড্রেশন- শরীরে জলের পরিমাণ পরিমাণ কমে গেলে রক্তের মধ্যে জলীয় পদার্থের পরিমাণও কমে যায়। যার জেরে কমে যায় রক্তচাপ। স্নায়বিক দুর্বলতা দেখা দেয়। মানুষ অজ্ঞান হয়ে যান।


৩) ডায়াবেটিক- ডায়াবেটিক রোগীরা বার বার মূত্রত্যাগ করেন। ফলে শরীরে জলের পরিমাণ কমে যেতে থাকে। অত্যধিক সুগারে নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, রক্তচাপ কমে যায়।


৪) হৃদরোগ- হার্টে সমস্যা থাকলে মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। যার ফলে মানুষ অনেক সময় অজ্ঞান হয়ে যায়। এধরনের সমস্যাকে বলা হয় কার্ডিয়াক সিনকোপ।