মৈত্রেয়ী ভট্টাচার্য: দেশের ইএনটি চিকিৎসার স্টিয়ারিং এখন কলকাতার হাতে। বাতাস ও শব্দ দূষণ নানান শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে বাড়িয়ে দিচ্ছে অ্যালার্জির ঝুঁকি। বাড়ছে নাক কান গলার সমস্যা। আমাদের রাজ্যে সব রকমের অত্যাধুনিক চিকিৎসার সুযোগ আছে বটে, কিন্তু তার বেশিরভাগটাই হয় ইউরোপ ও আমেরিকার গাইডলাইন মেনে। দ্য অ্যাসোশিয়েশন অফ অটোল্যারিঙ্গোলজিস্ট (AOI) এর পক্ষ থেকে ভারতীয়দের জন্যে আলাদা একটি গাইডলাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কেননা ইওরোপ আমেরিকার থেকে আমাদের দেশের মানুষদের বিভিন্ন বিষয়ে অনেক অমিল আছে। পরিবেশ ও শারীরিক গঠনের দিক থেকেও ভারতীয়দের সঙ্গে সাহেবদের কিছু তফাৎ আছে। নাক কান গলার সমস্যার ধরণ বা জীবাণু সংক্রমণ আলাদা রকমের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Health Insurance Cashless Treatment: এসে গেল অকল্পনীয় সুবিধা! স্বাস্থ্যবিমায় চিকিৎসা এবার সম্পূর্ণ ক্যাশলেস...


এদেশের মানুষদের জন্য নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে সেই অনুযায়ী সুনির্দিষ্ট চিকিৎসা করা হলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আর এই বিষয়টি নিয়ে কাজ শুরু হচ্ছে কলকাতায়। অতি সম্প্রতি অল ইন্ডিয়ান ইএনটি অ্যাসোশিয়েশনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কেপিসি মেডিক্যাল কলেজের প্রধান অধ্যাপক ইএনটি সার্জন ডা দ্বৈপায়ন মুখোপাধ্যায়।



কলকাতা তথা পূর্ব ভারতের এই প্রথম কোনও সর্বকনিষ্ঠ  চিকিৎসক সর্বভারতীয় সংগঠনের সভাপতি নির্বাচিত হলেন বিনা প্রতিদ্বন্দ্বীতায়। আগামী তিন বছর ডা দ্বৈপায়ন মুখোপাধ্যায় এই পদে থাকবেন। নাক কান গলার চিকিৎসার ক্ষেত্রে যাবতীয় অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারিক দিক সম্পর্কে নাক কান গলা বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেবার পাশাপাশি ইন্টারন্যাশনাল গাইডলাইন মেনে চিকিৎসা এবং গবেষণা পত্র প্রকাশ করার মত দায়িত্ব এখন কলকাতার চিকিৎসকদের সহযোগিতায় হবে বলে জানালেন AOI - র নবনির্বাচিত সর্বভারতীয়  সভাপতি ডা দ্বৈপায়ন মুখোপাধ্যায়।


আরও পড়ুন: Zombie Virus: জেগে উঠবে মেরুর বরফের তলায় লুকিয়ে থাকা 'জম্বি' ভাইরাস, ফের এক মহামারীর আশঙ্কায় বিশ্ব!


৭৬ বছরের ঐতিহ্যবাহী অল ইন্ডিয়ান ইএনটি অ্যাসোশিয়েশনের গবেষণা পত্রিকা ইন্ডিয়ান জার্নাল অফ অটোল্যারিঙ্গোলজির সদর দফতর এবারে ভোপাল থেকে কলকাতায় স্থানান্তরিত হচ্ছে। নাক কান গলার চিকিৎসা  সংক্রান্ত যাবতীয় গবেষণাপত্র প্রকাশের দায়িত্বও এখন ডা মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে হবে। শব্দ দূষণ ও বায়ু দূষণ প্রতিরোধের ব্যাপারেও একটি গাইডলাইন তৈরি করে সংশ্লিষ্ট কার্যালয় জানানো হবে। নাক কান গলার চিকিৎসার ক্ষেত্রে ভারতীয় গাইডলাইন তৈরির ব্যাপারে ইতিমধ্যে তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে পশ্চিমবঙ্গের নেতৃত্বে ভারতের ইএনটি চিকিৎসা বিশ্বে সেরার তালিকাভুক্ত হবে।



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের  AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)