নিজস্ব প্রতিবেদন: বয়স ২২ বছর। উচ্চতায় মাত্র সাড়ে ৮ ফুট। অবাক হলেন বুঝি! না, ভুল দেখছেন না। উচ্চতা এখনও পর্যন্ত ৮ ফুট ৬ ইঞ্চি। এখনও পর্যন্ত বলছি তার কারণ, বিগত ১০ বছর ধরে লম্বায় বেড়েই চলেছেন এই যুবক। নাম, জিন্নাত আলি। বাংলাদেশের কক্সবাজারের গর্জনিয়া বড়বিল গ্রামের বাসিন্দা। বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভাবছেন, তাহলে কি জিন্নাত পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ? হ্যাঁ, হিসেব অন্তত তাই বলছে। যদিও, ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে নাম রয়েছে ৮ ফুট ৩ ইঞ্চি লম্বা তুরস্কের সুলতান কশেনের। অর্থাত্, বাংলাদেশের জিন্নাত সুলতানের চেয়েও ৩ ইঞ্চি লম্বা। ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’-এ বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে জিন্নাতের নাম ওঠা এখন শুধু সময়ের অপেক্ষা।


জিন্নাতরা চার ভাই-বোন। এক বোন, তিন ভাই। জিন্নাতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ১০-১১ বছর বয়স পর্যন্ত আর পাঁচ জনের মতোই স্বাভাবিক ছিল তাঁর উচ্চতা। তার পর থেকেই অস্বাভাবিক লম্বায় বাড়তে থাকে জিন্নাত। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে তাঁর খোরাক জোগানোই সমস্যা হয়ে দাঁড়ায়। তবে সে চিন্তা আপাতত মিটেছে। কারণ, জিন্নাতের পাশে দাঁড়িয়ে, তাঁর চিকিৎসার যাবতীয় দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সরকার। জিন্নাত এখন রয়েছেন ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। সেখানেই চিকিত্সা চলছে তাঁর। চিকিত্সকদের মতে, হরমোন সমস্যার কারণেই জিন্নাতের উচ্চতা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে।