নিজস্ব প্রতিবেদন: দাম কমল রেমডেসিভির। একধাক্কায় অনেকটা দাম কমালো কেন্দ্র। কয়েকদিন আগে  বিদেশে অ্যান্টি-ভাইরাল লিক্যুইড রেমডেসিভিরের (Remdesivir) রফতানিতেও নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। করোনার পরিস্থিতি  সামাল দিতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেমডেসিভির ইনজেকশনের ১০০ মিলিগ্রামের নতুন দাম--



আগামী দিনে রেমডেসিভিরের চাহিদা আরও বাড়তে পারে বলে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর। যেসব ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই ওষুধ তৈরি করে তাদের সঙ্গেও যোগাযোগ করা হবে। ইতিমধ্যেই সংস্থাগুলিকে তাদের কাছে মজুত রেমডেসিভিরের সংখ্যা ও পরিমাণ তাদের ওয়েবসাইটে আপলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, এই মর্মান্তিক সময়ের সুযোগ নিয়ে গোটা দেশে রেমডেসিভিরের ব্যাপক কালোবাজারিও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, রাজস্থানের মতো রাজ্যগুলিতে রেমডেসিভিরের যোগান কার্যত নেই বললেই চলে।