ওয়েব ডেস্ক : দেহে এই ব্যাকটেরিয়া ঢুকলে কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু নিশ্চিত! এমনই ভয়ঙ্কর এই ব্যাকটেরিয়া। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই ব্যাকটেরিয়ার আক্রমণে মারা গেছেন প্রায় ৯০ হাজার মানুষ। সমীক্ষার পর এমনটাই জানিয়েছেন গ্রিফিত বিশ্ববিদ্যালয় ও বন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নাক দিয়ে ঢুকে এই ব্যাকটেরিয়া অকেজো করে দিচ্ছে মস্তিষ্ক ও শিরদাঁড়া। এরপর ২৪ ঘণ্টার মধ্যে সেই ব্যক্তি মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। ভয়ঙ্কর এই ব্যাকটেরিয়াটির নাম বারখোলডেরিয়া সিউডোমাল্লি।


ভয়ের বিষয় হল, মারণ এই ব্যাকটেরিয়াটি বেঁচে থাকে বাতাসের মধ্যে। আর আপনার শ্বাসপ্রশ্বাসের সময় কখন তা নাক দিয়ে আপনার শরীরের মধ্যে ঢুকে পড়বে, তা আপনি টেরও পাবেন না। দেহে এই ব্যাকটেরিয়া প্রবেশের পরই শুরু হয় জ্বর, কাশি, শ্বাসকষ্ট। তারপর ধীরে ধীরে স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয় সেটি।


মারণ ব্যকটেরিয়ার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হিসেবে গবেষকরা বলছেন, আপাতত মাস্ক পরে থাকুন। আবর্জনা ভর্তি জায়গা এড়িয়ে চলুন।