23 November 2024, 10:15 AM
Bypoll Result 2024 LIVE: নৈহাটিতে তৃণমূল প্রার্থী সনৎ দে জয় নিশ্চিত।
23 November 2024, 10:15 AM
Bypoll Result 2024 LIVE: নৈহাটিতে ৪০ হাজার ৪৩৬ ভোটে এগিয়ে অষ্টম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে।
23 November 2024, 10:15 AM
Bypoll Result 2024 LIVE: সিতাইতে ষষ্ঠ রাউন্ড শেষে ৬৭,৭৬৭ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
23 November 2024, 10:15 AM
Bypoll Result 2024 LIVE: আলিপুরদুয়ার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে চতুর্থ রাউন্ডে ১৯ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টোপ্পো।
23 November 2024, 10:15 AM
Bypoll Result 2024 LIVE: হাড়োয়ার উপনির্বাচনে তৃতীয় রাউণ্ডের শেষে তৃণমূল ৩৩৯৪১ ভোটে এগিয়ে। তৃণমূলের শেখ রবিউল পেয়েছে ৩৭৪৮০ ভোট আই এস এফ পিয়ারুল ইসলাম পেয়েছে ৩৫৩৯ বিজেপি বিমল দাস পেয়েছে ৮৫৬ আর কংগ্রেসের হাবিব রেজা পেয়েছে ৪০৩ টি ভোট।
23 November 2024, 10:00 AM
Bypoll Result 2024 LIVE: হাড়োয়ায় তৃতীয় রাউণ্ডের শেষে তৃণমূল ৩৩,৯৪১ এগিয়ে।
23 November 2024, 10:00 AM
Bypoll Result 2024 LIVE: মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচন
চতুর্থ রাউন্ড
তৃণমূল প্রার্থী: ৩২ হাজার ৭৭৭
বিজেপি প্রার্থী : ২১ হাজার ৩৭৯
সিপিআই প্রার্থী : ২ হাজার ৮০৩
তৃণমূল প্রার্থী এগিয়ে : ১১ হাজার ৩৯৮ ভোটে।
23 November 2024, 10:00 AM
Bypoll Result 2024 LIVE: সিতাইতে পঞ্চম রাউন্ড শেষে ৬০৪৯৩ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
23 November 2024, 09:45 AM
Bypoll Result 2024 LIVE: নৈহাটিতে সপ্তম রাউন্ডের শেষে তৃণমূল প্রার্থী সনৎ দে ৩৫ হাজার ৩৪৪ ভোটে এগিয়ে।
23 November 2024, 09:45 AM
Bypoll Result 2024 LIVE: আলিপুরদুয়ার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে তৃতীয় রাউন্ডে ১৬ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টোপ্পো।
23 November 2024, 09:45 AM
Bypoll Result 2024 LIVE: হাড়োয়ার উপনির্বাচনে দ্বিতীয় রাউণ্ডের শেষে তৃণমূল ২৩,০৮৮ ভোটে এগিয়ে। তৃণমূলের শেখ রবিউল পেয়েছে ২৫,১১৫ ভোট। আইএসএফ-এর পিয়ারুল ইসলাম পেয়েছে ২০২৭। বিজেপির বিমল দাস পেয়েছে ৪৯২ আর কংগ্রেসের হাবিব রেজা পেয়েছে ২৫৯ ভোট।
23 November 2024, 09:45 AM
Bypoll Result 2024 LIVE: সিতাইতে তৃতীয় রাউন্ডে শেষে চতুর্থ রাউন্ড শেষে ৫১ হাজার ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
23 November 2024, 09:45 AM
Bypoll Result 2024 LIVE: মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচন
তৃতীয় রাউন্ড
তৃণমূল প্রার্থী: ২৪ হাজার ৫২৭
বিজেপি প্রার্থী : ১৫ হাজার ৫৯৫
সিপিআই প্রার্থী : ২ হাজার ৩৪৯
তৃণমূল প্রার্থী এগিয়ে : ৮ হাজার ৯৩২ ভোটে।
23 November 2024, 09:30 AM
Bypoll Result 2024 LIVE: নৈহাটি উপনির্বাচনে পঞ্চম রাউন্ডের শেষে ২৪ হাজার ৯১৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সনৎ দে।
23 November 2024, 09:15 AM
Bypoll Result 2024 LIVE: হাড়োয়ায় দ্বিতীয় রাউন্ড শেষে তৃণমূলের শেখ রবিউল ইসলাম পেয়েছে ১৩,৬২৪ ভোটে। আর আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম পেয়েছে ৬৫১টি ভোট। এগিয়ে তৃণমূল ১২,৯৭৩ টি ভোটে দ্বিতীয় রাউন্ড চলছে।
23 November 2024, 09:15 AM
Bypoll Result 2024 LIVE: আলিপুরদুয়ার মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে দ্বিতীয় রাউন্ডে ১০০০৫ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয় প্রকাশ টোপ্পো।
23 November 2024, 09:15 AM
Bypoll Result 2024 LIVE: মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচন
দ্বিতীয় রাউন্ড
তৃণমূল প্রার্থী: ১৬ হাজার ৪
বিজেপি প্রার্থী : ১০ হাজার ১৬৮
সিপিআই প্রার্থী : ১ হাজার ৩১১
তৃণমূল প্রার্থী এগিয়ে : ৫ হাজার ৮৩৬ ভোটে।
23 November 2024, 09:15 AM
Bypoll Result 2024 LIVE: সিতাইতে দ্বিতীয় রাউন্ডে শেষে প্রায় ২৯০০০ ভোটে এগিয়ে তৃনমুল কংগ্রেস।
23 November 2024, 09:15 AM
Bypoll Result 2024 LIVE: নৈহাটিতে চতুর্থ রাউন্ডের শেষে ১৯ হাজার ৯০০ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সনৎ দে।
23 November 2024, 09:15 AM
Bypoll Result 2024 LIVE: হাড়োয়ায় দ্বিতীয় রাউণ্ড চলছে তাতে ১২,৯৭৩ ভোটে তৃণমূল এগিয়ে। দ্বিতীয় স্থানে রয়েছে ISF।
23 November 2024, 09:15 AM
আলিপুরদুয়ার মাদারীহাট বিধানসভা উপনির্বাচনে প্রথম রাউন্ডে ৫২০০ ভোটে এগিয়ে তৃনমুল কংগ্রেস। প্রথম রাউন্ড গণনা শেষে ১৫০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা।
23 November 2024, 08:45 AM
হাড়োয়ায় প্রথম রাউন্ডের শেষে তৃণমূল এগিয়ে। প্রায় সাড়ে ছ হাজার ভোটে এগিয়ে। তালডাংরা বিধানসভা, ফাল্গুনী সিংহ বাবু, এগিয়ে
23 November 2024, 08:30 AM
শুরু হলো নৈহাটির ভোট গণনা। পোষ্টাল ব্যালটে তৃনমুল কংগ্রেস এগিয়ে। পোস্টাল ব্যালটে 450 ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সনৎ দে।
23 November 2024, 08:30 AM
মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের আজকে ফলাফল ঘোষণা হবে। সর্বোচ্চ 17 রাউন্ড গণনা হবে। গণনার জন্য মোট কুড়িটি টেবিলের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে দুটো টেবিল থাকছে পোস্টাল ব্যালেট গণনার জন্য। মেদিনীপুর বিধানসভার মোট বুথের সংখ্যা ৩০৪ টি। তারমধ্যে গ্রামাঞ্চলে রয়েছে ১৪৬ টি এবং শহরাঞ্চলে রয়েছে 158 টি। প্রথমে গ্রামাঞ্চলের ভোট গণনা হবে।
23 November 2024, 06:30 AM
Baruipur: রোগী মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে তাণ্ডব দু'ঘণ্টা ধরে। ভাঙচুর চালানো হয় হাসপাতালে গেটের কাচ থেকে শুরু করে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে। এমনকি স্টোর রুমে ওষুধও মাটিতে ফেলে দেওয়া হয়েছে তিন নার্সকে মারধর করার অভিযোগ। ঘটনায় গ্রেফতার ২২জন।
23 November 2024, 06:30 AM
Baruipur: জি ২৪ ঘণ্টার খবরের জের, অবশেষে খাল সংস্কারের কাজ শুরু হল রাতে। ইরিগেশন দফতরের তরফ থেকে এই খাল সংস্কারের কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। রাতে জি সি পি ও খাল সংস্কারের বিভিন্ন গাড়ি নিয়ে এসে এই খাল পরিষ্কার করা হচ্ছে। গাড়ির চালক জানায় ৬-৭ দিন লাগবে এই খাল পরিষ্কার হতে। স্থানীয় এক বাসিন্দা জানায় জি ২৪ ঘণ্টায় খবরটি দেখানো হয়েছিল তারপরেই এই খাল পরিষ্কার হচ্ছে ৪-৫ বছর পর। তারা চায় দ্রুত খালটি পরিষ্কার করা হোক। এই খালে জল জমে থাকলে বিশেষ করে বর্ষাকালে ওই এলাকায় জল দাঁড়িয়ে যায়। পরিষ্কার হয়ে গেলে তাদের সব দিক থেকে সুবিধা হবে।
23 November 2024, 06:30 AM
Bypoll Result 2024: এবার রাহুলের সঙ্গে সংসদে দেখা যাবে বোন প্রিয়াঙ্কাকে? নজর ওয়েনাডে উপনির্বাচনের গণনায়। যোগীরাজ্যে নটি বিধানসভার উপনির্বাচনে জিতবে কে? উত্তর মিলবে আর কিছুক্ষণেই।
23 November 2024, 06:30 AM
Bypoll Result 2024: মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের মসনদে কে? মারাঠাভূমে এবার পালাবদল? নাকি ক্ষমতায় ইন্ডিয়া জোট? ঝাড়খণ্ডে ফের ক্ষমতায় ফিরবেন হেমন্ত সোরেন? নাকি বিজেপির প্রত্যাবর্তন? একটু পরেই শুরু গণনা।
23 November 2024, 06:30 AM
Bypoll Result 2024: বাংলার ছয় কেন্দ্রে উপনির্বাচনের গণনা! পাল্লা ভারী কার? শেষ হাসি হাসবে কে? ছয়-শূন্য? নাকি গতবারের মাদারিহাট আসন ধরে রাখতে পারবে বিজেপি? তুঙ্গে জল্পনা।