ওয়েব ডেস্ক : বড়সড় সাফল্য এল মারণ রোগ AIDS-এর চিকিত্সায়। সাফল্যের দাবিদার অস্ট্রিয়ার দুই বিশেষজ্ঞ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশেষজ্ঞদের দাবি, মারণরোগ AIDS-এর ভাইরাসকে (HIV) এভাবেই গোড়া থেকে নির্মূল করা সম্ভব। ভিয়েনা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গবেষক টমাস জেকার্স ও ফার্মাসিস্ট ওয়াল্টার জেগার গত ১৫ বছর ধরে গবেষণা চালাচ্ছিলেন AIDS-এর ওষুধ নিয়ে। অবশেষ সেই গবেষণায় তাদের সাফল্য মিলেছে বলে দাবি। খুব শিগগিরই সেই গবেষণাপত্র জনসমক্ষে নিয়ে আসা হবে বলে তাঁরা জানিয়েছেন।


জানা যাচ্ছে, AIDS নিরাময়ে গবেষণা চালানো হয়েছে রেসভারেট্রল নামক একটি উপাদানের উপর। যেটা সাধারণভাবে পাওয়া যায় আঙুরে। ফাংগি ও ব্যাকটেরিয়ার সঙ্গে এর লড়াই করার ক্ষমতা অসাধারণ।