মৈত্রেয়ী ভট্টাচার্য: ফের চোখ রাঙাচ্ছে করোনা। রাজ্যে যখন দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের গণ্ডি পেরিয়ে গেল, তখন কোভিড পরবর্তী উপসর্গ নিয়েও শঙ্কায় চিকিৎসকরা। কীভাবে চিকিৎসা হবে? নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যে কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য় দফতরের রিপোর্ট, গত ২৪ ঘণ্টার নতুন করে সংক্রমণের কবলে পড়েছেন  ২,৬৫৯ জন। হাসপাতালে চিকিৎসা চলছে  ৬১০ জন। ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি ১৬০। এমনকী, করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৫ জন।


আরও পড়ুন: After Effect of COVID: কোভিডের পরে শরীরের আয়রন-ঘাটতি কি নতুন বিপদ ডেকে আনতে পারে?


এদিকে কোভিড থেকে যাঁরা সেরে উঠছেন, বিপদ তাঁদেরও কিছু কম নয়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সংক্রমণের পর ৪-১২ সপ্তাহ পর্যন্ত উপসর্গ থাকছে। কারও কারও ক্ষেত্রে আবার  উপসর্গ থাকছে ১২ সপ্তাহের পরেও! হার্ট, লিভার, কিডনি ও মানসিক সমস্যায় ভুগছেন রোগীরা। এমনকী, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মৃত্যুও ঘটছে।  কোভিড পরবর্তী উপসর্গে চিকিৎসা নিয়ে কেন্দ্র নির্দেশিকা জারি করেছিল আগেই। স্রেফ রোগীদের দুটি ভাগে ভাগ করা নয়, চিকিৎসার এবার গাইডলাইন তৈরি করল রাজ্যও।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)