ওয়েব ডেস্ক: আপনি নিশ্চয়ই এইডস নিয়ে খুবই সচেতন। এইডস হতে পারে, এগুলো থেকে নিজে নিশ্চয়ই দূরে থাকেন। আবার অন্যদেরও সচেতনতা বাড়িয়ে দনে। সরকারের পক্ষ থেকেও সামাজিকভাবে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে মানুষের মধ্যে নানারকমভাবে সচেতনতা বাড়ানো হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সেটা তো গেল এক ব্যাপার। কিন্তু আপনি জানেন কি এডস-এর আগের নাম কী ছিল? চমকে উঠলেন নিশ্চয়ই। মনে মনে ভাবছেন, এটা তো আপনার জানা নেই। অবশ্য জানাটা প্রচণ্ড জরুরি তাও নয়। কিন্তু জানলে আপনার ভালোই লাগবে। তাহলে বলেই দিই যে- এইডসের পুরোনো নাম ছিল গ্রিড (GRID)! এর পুরো কথা ছিল, গে রিলেটেড ইমিউনি ডেফিসিয়েনশি (Gay Related Immune Deficiency)।


এই তথ্যটি নেওয়া হয়েছে 'অসাধারণ জ্ঞান' নামের বইটি থেকে। বইটি লিখেছেন স্বরূপ দত্ত এবং পার্থ প্রতিম চন্দ্র।