নিজস্ব প্রতিবেদন : ভারত এবং বাকি বিশ্ব জুড়ে (COVID-19) কোভিডের তৃতীয় ঢেউয়ের (Third Wave) মধ্যেই নয়া সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাসের। তিনি সতর্ক করেছেন, "ওমিক্রন (Omicron) ভ্যারিয়ান্ট একটি বিপজ্জনক ভাইরাস বিশেষ করে যাদের টিকা দেওয়া হয়নি বা যারা এখনও টিকা নেয়নি, তাদের জন্য। " 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

টেড্রোস বলেন, যদিও ওমিক্রনের সংক্রমণের জেরে ডেল্টার তুলনায় কম জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে। কিন্তু তারপরেও এটি একটি 'বিপজ্জনক' ভাইরাস-ই রয়ে গিয়েছে। বিশেষ করে যাদের টিকা দেওয়া হয়নি তাদের জন্য। কারণ, সব দেশে কোভিডের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পিছনে রয়েছে এই ওমিক্রন ভ্যারিয়ান্ট। ডেল্টাকে সরিয়ে জায়গা করে নিচ্ছে অতি সংক্রামক ওমিক্রন।


এপ্রসঙ্গে WHO প্রধান আফ্রিকার কোভিড-১৯ টিকা দেওয়ার হার উল্লেখ করে বলেন, “আফ্রিকাতে ৮৫ শতাংশেরও বেশি মানুষ এখনও একটি ডোজও ভ্যাকসিন পাননি। যা উদ্বেগজনক। এই পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা অতিমারীর চরম পর্যায়টি শেষ করতে পারব না।” তিনি জানান, টিকার হার দ্রুত করতে ডিসেম্বর মাসে নভেম্বরে পাঠানো COVAX ডোজের দ্বিগুণ সংখ্যক ডোজ পাঠানো হয়েছে। আগামী দিনে COVAX-এর আরও ১ বিলিয়ন ডোজ পাঠানো হবে।


বর্তমানে বিভিন্ন দেশে কোভিড ভ্যাকসিন সরবরাহ সহজ হতে শুরু করেছে বলেও জানান তিনি। একইসঙ্গে টেড্রোস আরও বলেন, "চলতি বছরের মাঝামাঝি প্রতিটি দেশের মোট জনসংখ্যার ৭০ শতাংশের সম্পূর্ণ টিকাকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই পথ পৌঁছতে আমাদের এখনও দীর্ঘ পথ যেতে হবে। কারণ বিশ্বের ৯০টি দেশ এখনও ৪০ শতাংশ টিকাকরণ লক্ষ্যেও পৌঁছাতে পারেনি। আর সেই দেশগুলির মধ্যে ৩৬টি দেশ আবার মোট জনসংখ্যার ১০ শতাংশেরও কম লোককে টিকা দিয়েছে।"


আরও পড়ুন, Booster Dose: বারবার বুস্টার ডোজ কোনও স্থায়ী সমাধান নয়; সতর্ক করলেন বিশেষজ্ঞরা


Post Covid Recovery: দেহের প্রতিরোধ ক্ষমতা ভাঙছে করোনা, রক্ষা পাবেন কীভাবে?


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)