জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তারমধ্যেই ভারতে করোনাভাইরাসের ভেরিয়্যান্ট ওমিক্রনের নয়া উপপ্রজাতির হদিশ মিলল। নয়া এই বিএ ২.৭৫ সাব-ভেরিয়ান্টের বিষয়ে ইতিমধ্যেই ভারতকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

WHO প্রধান টেড্রস অ্যাডানাম গেব্রিয়েসাস জানিয়েছেন, গত দুই সপ্তাহে বিশ্বে ফের কোভিডের সংক্রমণ বেড়েছে। সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউরোপ ও আমেরিকায় ছড়িয়েছে ওমিক্রনের বিএ.৪ ও বিএ.৫ সাব-ভেরিয়্যান্ট। ভারতেও হানা দিয়েছে ওমিক্রনের নয়া সাব-ভেরিয়্যান্ট বিএ ২.৭৫। যার জেরেই বাড়ছে সংক্রমণ। তবে এখনই অযথা আশঙ্কিত হওয়ার দরকার নেই। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। 



প্রসঙ্গত, দিন কয়েক আগেই ইজরায়েলের এক বিজ্ঞানী দাবি করেছিলেন যে, ভারতের ১০টি রাজ্যে করোনাভাইরাসের ওমিক্রন ভেরিয়্যান্টের নয়া উপপ্রজাতির সংক্রমণ ঘটেছে। আর সেই ১০টি রাজ্যের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও। উল্লেখ্য, গত কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। 


বুধবারে রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২০০০-এর গন্ডি পেরিয়ে গিয়েছে। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা। তারপরই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নয়া সতর্কবাতা নিঃসন্দেহে উদ্বেগ বাড়াল বলেই মনে করছেন চিকিৎসকরা। 


আরও পড়ুন, Corona: ৯ মাসের অপেক্ষা নয়, বুস্টার ডোজ এবার ৬ মাসেই


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)