দেশে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে করোনা Covid Vaccine, কতটা প্রভাব পড়ছে সাধারণের উপর?
সমস্যা হল `কোভিশিল্ড`ও `কোভ্যাক্সিন` দেশে ২০টি ভিন্ন ভিন্ন দামে বিক্রি করা হচ্ছে৷ যা নিয়েই প্রশ্ন উঠেছে৷
নিজস্ব প্রতিবেদন: করোনা রুখতে টিকাকরণে জোর দিলেও ভ্যাকসিন মূল্য নিয়ে প্রথম থেকেই নানা অভিযোগ উঠে আসছে। বর্তমানে দেশে ২টি টিকা রয়েছে। একটি সেরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার 'কোভিশিল্ড', আরেকটি হল, ভারত বায়োটেক উৎপাদিত 'কোভ্যাক্সিন'। কিন্তু সমস্যা হল এই দুই ভ্যাকসিন দেশে ২০টি ভিন্ন ভিন্ন দামে বিক্রি করা হচ্ছে৷ যা নিয়েই প্রশ্ন উঠেছে৷
Zee News- এর সঞ্চালক আমন চোপড়া ভারতে এই একই টিকার ভিন্ন মূল্যের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি সাধারণ মানুষকে এই ব্যবস্থা কতটা প্রভাবিত করতে পারে সেটিও বলা হয়েছে।
কেন্দ্রীয় সরকারের কাছে সেরাম এবং ভারত বায়োটেক দুই সংস্থাই তাদের ভ্যাকসিন বিক্রি করছে ১৫০টাকা প্রতি ডোজ দামে৷ দেশে ৪৫ বছরের উর্ধ্বে যাদের বয়স তাদের এই টিকা বিনামূল্যে দিচ্ছে সরকার। এদিকে, রাজ্য সরকারগুলিকে সেরাম তাদের কোভিশিল্ড টিকা বিক্রি করছে ডোজ প্রতি ৩০০ টাকায়, ভারত বায়োটেক প্রতি ডোজ রাজ্য সরকারের কাছে বিক্রি করছে ৪০০ টাকায়৷
আরও পড়ুন, রাশিয়ার Sputnik V টিকা ভারতে তৈরির অনুমোদন পেল সেরাম
বেসরকারি হাসপাতালগুলিতে কোভিশিল্ড বিক্রি করা হচ্ছে ৬০০ টাকা প্রতি ডোজ, কোভ্যাক্সিন ১২০০ টাকায়। ১৮ থেকে ৪৪ বছর বয়সিদেরও বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। কিন্তু যদি বেসরকারিভাবে নিতে যেতে হয় তাহলে খরচ পড়বে টিকা প্রতি ১৮০০ টাকা করে৷
এখানেই জল্পনা শুরু। টিকার মতো জীবনদায়ী পণ্যেকে 'লাভজনক' পণ্যে নিয়ে আসছে বেসরকারি হাসপাতালগুলি৷ দামের হেরফেরে স্পষ্ট যে করোনা টিকা থেকে প্রভূত লাভ করছে তারা। সমীক্ষায় দেখা গিয়েছে দেশের ৯১% সায় দিয়েছেন যে বেসরকারি হাসপাতালে গিয়ে এত মূল্যের টিকা না নিয়ে সরকারি কেন্দ্রে বিনামূল্যে টিকা নেবে৷
এহেন পরিস্থিতিতে এক দেশ, এক টিকা ব্যবস্থা শুরুর কথা বলেছেন অনেকেই। কেন্দ্রের পাশাপাশি টিকার দামে রাশ পরাতে পারে রাজ্য সরকারও। তবে আদৌ এই দামের তারতম্য মিটবে কি না তা সময় বলবে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)