ওয়েব ডেস্ক: পুরুষদের স্বাভাবিক আয়ু দ্রুত কমছে মহিলাদের তুলনায়। আর এই ঘটনার জন্য Y-ক্রোমোজমের ঘাটতিকেই দুষছেন আমেরিকান জার্নাল অফ্ হিউম্যান জেনেটিক্সের গবেষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই গবেষকদের আরও দাবী যে পুরুষদের রক্তের নমুনায় Y-ক্রেমোজম কম থাকায় আলঝ্যাইমারসের মতো অসুখ হওয়ার সম্ভবনাও বেড়ে যাচ্ছে অনেকটা। আর যাদের রক্তকোষে Y-ক্রোমোজম একেবারেই অনুপস্থিত তাদের আলঝ্যাইমারস আক্রান্ত হওয়ার সম্ভবনা শতকরা একশো ভাগ।


শুধু আয়ু আর আলঝ্যাইমারসেই বিপদের তালিকা শেষ হচ্ছে না বরং শেষ পাতে ক্যানসার হওয়ার ভয়টাও থেকেই যাচ্ছে, অন্তত গবষকদের তো সেইরকমই সন্দেহ। আর এর জন্যেও দায়ী সেই কীর্তিমান ক্রোমোজমটিই।


Y-ক্রোমোজম সংক্রান্ত তাঁদের এই গবেষণা খুব শীঘ্রই পেশ করা হবে ইউরোপিয়ান সোসাইটি অফ্ হিউম্যান জেনেটিক্সের বার্ষিক সম্মেলনে।


তাহলে কি বুঝলেন, জীবনে এখন X-ফ্যাক্টর হল 'Y', তাই না?