নিজস্ব প্রতিবেদন: বিয়ের দেড় বছর পর প্রথম সন্তানের জন্ম নিয়ে আগে থেকেই খুব আবেগতাড়িত ছিলেন ২১ বছরের ববিতা আহিরওয়ার। গত রবিবার তিনি জন্ম দেন এক পুত্র সন্তানের। কিন্তু সন্তানের জন্মের পর পরিবারের উদ্বেগ বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ। কিছুটা চিন্তিত চিকিত্সকরাও। কারণ, দু’টি মাথা, তিনটি হাত নিয়ে জন্মেছে ওই শিশুটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশায়। জানা গিয়েছে, ববিতা আহিরওয়ার মধ্যপ্রদেশের গঞ্জ বাসোদা গ্রামের বাসিন্দা। সেখানকার একটি হাসপাতালে রবিবার জন্ম হয়েছে এই অদ্ভুত-দর্শন শিশুটির। চিকিৎসকেরা জানিয়েছেন, সদ্যোজাতের তিনটি হাতে রয়েছে দু’টি করে হাতের পাতা। তবে শিশুটির দু’টি মাথা, তিনটি হাত ও দু’টি করে হাতের পাতা থাকলেও স্বাভাবিক ভাবেই শরীরে একটি মাত্র হৃদযন্ত্র রয়েছে।



আরও পড়ুন: ঠান্ডায় টনসিলের ব্যথা বেড়েছে? সেরে উঠুন এই সব ঘরোয়া টোটকায়!


চিকিত্সকরা জানিয়েছেন, এই ঘটনা প্রতি ১০ লক্ষের মধ্যে হয়তো ১ জনের ক্ষেত্রে ঘটে। কোনও কারণে, মায়ের গর্ভে ভ্রূণের সঠিক বিকাশ না হওয়ার ফলে এমনটা হয়। জানা গিয়েছে, শিশুটিকে আপাতত বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন হাসপাতালের চিকিত্সকরা। শিশু ও তার মাকে আপাতত আইসিইউ-তে রাখা হয়েছে।