নিজস্ব প্রতিবেদন: ক্যানসার এক চরম ভীতিপ্রদ রোগ। বিশ্ব জুড়ে মানুষ এর থেকে ভুগছে, এর আতঙ্কে ভুগছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রতি বছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যানসার দিবস পালিত হয়। 'ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যানসার কন্ট্রোল' এটি উদযাপন করে।


ক্যানসার কী?


সহজ কথায় ক্যানসার হল শরীরের কোনও স্থানের কোষের অনিয়ন্ত্রিত বৃদ্ধি। 


যে কোনও বয়সেই ক্যানসার হতে পারে। যদি ঠিক সময়ে এটি ধরা না পড়ে, বা ঠিক মতো চিকিৎসা না হয়, তবে এটা মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। হয়ও। সারা পৃথিবীতে দ্বিতীয় মারণরোগ এটি।


এই দিনটির একটিই উপযোগিতা। মানুষের মধ্যে ক্যানসার নিয়ে সচেতনতা বৃদ্ধি। এবং এই ভাবে যদি এই মারণরোগে আক্রান্তের সংখ্যা বা মৃতের সংখ্যা কিছুটা হলেও কমানো যায়, সেটুকুই লাভ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশবাসী ও সেই দেশের সরকার উভয়কেই সচেতন করার চেষ্টা করা হয়। 


নতুন তথ্য বলছে-- বিশ্বের প্রতি ছ'জনের ১ জন ক্যানসারে মারা যান। এই মৃত্যুহার এইচআইভি, যক্ষ্মা, ম্যালেরিয়া মিলিয়ে গোটা বিশ্বে যা মৃত্যু তার চেয়েও বেশি। ফলে সচেতনতা জরুরি। 


এ বছর এ দিনটির থিম হল-- Close the Care Gap। অর্থাৎ, এই রোগীর যত্ন নেওয়ার ক্ষেত্রে যেন কোনও ফাঁক না থেকে যায়!


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Coronavirus: নিম্নমুখী করোনা সংক্রমণ, দৈনিক মৃত্যুও কমল দেশে