বছরের শেষেই ভ্যাকসিন আসার ইঙ্গিত দিল হু-প্রধান
সুতরাং, সমস্ত রিপোর্ট হাতে পেয়ে হু- মনে করছে, চলতি বছরের শেষেই মিলতে চলেছে করোনা ভ্যাকসিন।
অবশেষে জাগল আশার আলো। ২০২০ তেই আসতে পারে করোনার ভ্যাকসিন। আশার আলো দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার জেনিভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে সংস্থার ডিরেক্টর জেনারেল টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস বলেন,"করোনাকে কাবু করতে প্রয়োজন ভ্যাকসিন। আমরা আশাবাদী এ বছরের শেষের দিকেই আমাদের হাতে নিরাপদ এবং উপযোগী ভ্যাকসিন চলে আসবে।”
অন্যদিকে রাশিয়া জানিয়েছে, তারা নিরাপদ এবং উপযোগী করোনার ভ্যাকসিন তৈরির শেষ পথে। চিনও শেষ ধাপে পৌঁছেছে বলে দাবি করছে। এমনকি কিছুদিনের মধ্যেই বাজারে আসার জন্য প্রস্তুত তাদের তৈরি ভ্যাকসিন।
আরও পড়ুন: করোনা রুখতে যোগচর্চার পরামর্শ কেন্দ্রের! মৃদু উপসর্গযুক্ত আক্রান্তদের জন্যেও নয়া নির্দেশিকা
অন্যদিকে করোনা ভ্যাকসিন তৈরির চূড়ান্ত পর্বের দাবি জানিয়েছে আমেরিকার মডার্না এবং ফাইজার। অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার টিকা এসবের চেয়ে আরও একধাপ এগিয়ে বলে জানা যাচ্ছে। সুতরাং, সমস্ত রিপোর্ট হাতে পেয়ে হু- মনে করছে, চলতি বছরের শেষেই মিলতে চলেছে করোনা ভ্যাকসিন।
WHO সবাইকে ভ্যাকসিন নিয়ে প্রতিযোগিতায় না নেমে কার্যকারিতা নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে।