ওয়েব ডেস্ক: অ্যাপোলো হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তেরো বছরের কিশোর। পথ দুর্ঘটনায় মারাত্মক আহত সে। ছেলের সঙ্কটের পাশাপাশি, নিম্নবিত্ত বাবার মাথায় বিরাট বিলের বোঝা। নিরুপায় হয়েই সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানুন কীভাবে মেকআপ ছাড়াই মিনিটে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবেন


প্রতীভ হালদার। আর রিংকু হালদারের জীবন এখন কাটছে হাসপাতালে। নাওয়া খাওয়া নেই। একমাত্র ছেলে কোমায়। এক মাস ধরে আই সি ইউতে। মারাত্মক এক দুর্ঘটনায় মাথায় দারুণ আঘাত পায় তেরো বছরের স্বর্ণদীপ।


আদরের নাম রূপ। মেধাবী ছেলে আজ শয্যাশায়ী। একমাত্র ছেলের মরণ বাঁচন নির্ভর করছে অর্থের ওপর। বাবা ছোট ব্যবসায়ী ছিলেন। এখন ব্যবসা উঠে গেছে। ছেলেকে বাঁচাতে ভিক্ষে করতেও পিছপা হননি।


আরও পড়ুন আগামী চব্বিশ ঘণ্টায় রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা