ওয়েব ডেস্ক: টেট পরীক্ষার্থীদের প্রতারণা মামলায় ১৪দিনের জেল হেফাজত হল জয়প্রকাশ মজুমদারের। আজ তাঁকে আদালতে তোলা হলে প্রভাবশালী তত্ত্বের ওপর জোর দেন সরকারি আইনজীবী। পুলিস  তাঁকে ১৪দিনের হেফাজতে চায়। বিচারক ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর জেল হেফাজতের নির্দেশ দেন। আজ আদালতে হাজির ছিলেন রূপা গাঙ্গুলি ও লকেট চট্টোপাধ্যায়। এঘটনায় ফের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে বিজেপি। জয়প্রকাশের আইনজীবীর দাবি, পুলিসের এফআইআরে গলদ রয়েছে। তিনি কোথায় টাকা নিয়েছেন, এফআইআরে তার কোনও উল্লেখ নেই। কমপ্লেন লেটারেও বেশ কিছু গলদ রয়েছে বলে দাবি তাঁর আইনজীবীর। জয়প্রকাশ মজুমদার প্রভাবশালী নন। কোর্টে আজ ফের এই দাবি করেন তাঁর আইনজীবী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন যুবরাজ সিংকে নতুন মিডল নেম দিলেন তাঁর স্ত্রী হেজেল


আরও পড়ুন রোজ কিশমিশ খেলে কী হবে জানেন?