নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও মৃত্যুর খবর নেই। কিন্তু নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ জন। এরফলে রাজ্যে এখন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১০-এ। একলাফে অনেকটাই বেড়েছে আক্রান্তের সংখ্যা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সোমবার রাজ্য় সরকারের তরফে নবান্নে কোনও সাংবাদিক বৈঠক করা হয়নি। পরে রাতে করোনা সংক্রান্ত মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে রাজ্য। সেখানেই দেখা যায়, আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। নতুন করে রাজ্যে ১৫ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ ভাইরাসে। যার ফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গিয়েছে। তবে নতুন কোনও মৃত্যুর উল্লেখ বুলেটিনে নেই। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত ৭।


প্রসঙ্গত, রবিবার এক নির্দেশিকা জারি করে বাইরে বেরলেই মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। করোনার গোষ্ঠী সংক্রমণ ঠেকাতেই জারি করা হয়েছে কড়া নির্দেশিকা। মাস্ক না থাকলে মোটা কাপড়, রুমাল, ওড়না বা গামছা দিয়ে ভালো করে নাক-মুখ ঢেকে নিতে বলা হয়েছে।


আরও পড়ুন, করোনাভাইরাস সোয়াইন ফ্লু-র থেকেও ১০ গুন বেশি প্রাণঘাতী, সতর্ক করল WHO