নিজস্ব প্রতিবেদন : করোনা মোকাবিলায় শহরে বসল স্যানিটাইজিং গেট। হগ মার্কেটে বসানো হল প্রথম গেটটি। পরবর্তীতে এরপর এরকম আরও ৭১টি স্যানিটাইজিং গেট বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন মার্কেটে বসানো হবে এধরনের স্য়ানিটাইজিং গেট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নোভেল করোনাভাইরাস মোকাবিলায় নয়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। হগ মার্কেটে বসানো হল ‘স্যানিটাইজিং গেট’। মার্কেটে প্রবেশ করার সময় শুধু হাত নয়, গোটা শরীর স্যানিটাইজ করা হবে। আর সেটা হবে এই গেটের মাধ্যমে। পরীক্ষামূলক ভাবে হগ মার্কেটের ১ নম্বর গেটের সামনেই এই ‘স্যানিটাইজিং গেট’ বসানো হয়েছে। এর মধ্যে দিয়েই মানুষকে প্রবেশ করতে হবে।


কীরকম এই স্যানিটাইজিং গেট?


গেটের মধ্যে লাগানো হয়েছে স্প্রিংলার। যার মাধ্যমে কুয়াশার মতো করে জল বের হবে। সেই জলের মধ্যে মেশানো আছে হাইড্রোজ সহ প্যারাঅক্সাইড। সূত্রের খবর, হগ মার্কেটে এটা প্রথম পরীক্ষামূলক হিসাবে ব্যবহার করা হচ্ছে। আগামীতে আরও ৭১টি মার্কেটে এই গেট বসানো হবে।


আরও পড়ুন, 


তথ্য গোপনের অভিযোগে জনস্বার্থ মামলা, রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের