নিজস্ব প্রতিবেদন : জেলে বসে তোলা চেয়ে ব্যবসায়ীদের ফোন করল ২ বিচারাধীন বন্দি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দমদম সেন্ট্রাল জেলে। অভিযোগ, দমদম সেন্ট্রাল জেলে বন্দি বিশ্বজিত ও বাপি ১০ লাখ টাকা তোলা চেয়ে ফোন করে বাগুইআটির ২ ব্যবসায়ীকে। তোলা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি কেষ্টপুরে খুন হন এক তৃণমূল কর্মী। সেই খুনের ঘটনায় অভিযুক্ত বিশ্বজিত দাস ও বাপি রামন দমদম সেন্ট্রাল জেলে বন্দি রয়েছে। অভিযোগ, ২৪ মে বাগুইআটির ২ ব্যবসায়ী সুমন ও সুজয় দাসের কাছে ফোন আসে বিশ্বজিত ও বাপির। ফোনে ১০ লাখ টাকা তোলা দাবি করা হয়। একইসঙ্গে একথা পুলিসকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।


আরও পড়ুন, ঘরে ছড়িয়ে খেলনা! শহরের অভিজাত এলাকায় ফ্ল্যাটের মধ্যে একাকী মধ্যবয়স্ক ব্যক্তির রহস্যমৃত্যু


এই ঘটনায় প্রথমে কিছুদিন চুপ ছিলেন সুমন ও সুজয়। পরে বাগুইআটি থানা ও বিধাননগর কমিশনারেটে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা দুজন। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এই ঘটনায় প্রশ্নের মুখে জেলের নিরাপত্তা ব্যবস্থা।