ওয়েব ডেস্ক : প্রকাশিত হল ২৪ ঘণ্টা ডট কমের শারদীয়া e-ম্যাগাজিন। এই e-ম্যাগাজিনে থাকছে চমক...ষোলোর পুজোয় ২৪ ঘণ্টা ডট কমের শারদীয়া ষোলোআনা ব্যতিক্রমী।


ভ্যাটিকানের গর্ভগৃহ থেকে ১৩৪ বছরের এক রহস্যময় পুরনো চিঠি। কবীর সুমনের একেবারে অন্যরকম আলপাচারিতা থেকে চাঁদের আলোয় ক্লিনটনদের প্রেমের অন্য গল্প। সঙ্গে আরও একগুচ্ছ গল্প, কবিতা, ভ্রমণ, সায়েন্স ফিকশন সহ আরও অনেক কিছু।  আপনার চোখ থাকুক, আমাদের মেগা পুজোর ম্যাগাজিনে, http://zeenews.india.com/bengali/mahapujo-2016