ওয়েব ডেস্ক: চব্বিশ ঘণ্টা মহাপুজো। সেরা বারোয়ারি, বেস্ট থিম মেকার, দেবী সালঙ্কারা, ছোট পুজোর সেরা পুজো। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ঘোষিত হল সেরার শিরোপা--


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এক নজরে--


মহাপুজোর সেরা বারোয়ারি বিজয়ী-সুরুচি সংঘ




চব্বিশ ঘণ্টা মহাপুজো। কেয়ো কার্পিন নিবেদিত সেরা বারোয়ারির শিরোপা পেল নিউ আলিপুর সুরুচি সঙ্ঘ।  এই পুজোয় তুলে ধরা হয়েছে ভুটান। প্রতিবেশী দেশের  সংস্কৃতি, স্থাপত্য , কৃষ্টি  সুরুচির পুজোর আকর্ষণ।


রানার আপ-সেলিমপুর পল্লী দুর্গোত্‍সব।
কেয়ো কার্পিন নিবেদিত ২৪ ঘণ্টা মহাপুজো সেরা বারোয়ারির রানার আপ সেলিমপুর পল্লী।


সেরা থিম-চেতলা অগ্রণী



দেবী সালঙ্কারা-দমদম ভারতচক্র


ছোট পুজোর সেরা পুজো-৯৫ পল্লী যোধপুর পার্ক


সেরা প্রতিমা -নাকতলা উদয়ন সংঘ


চব্বিশ ঘণ্টা মহাপুজো কেয়ো কার্পিন নিবেদিত সেরা প্রতিমার পুরস্কার পেল নাকতলা উদয়ন সঙ্ঘ।  নাকতলা উদয়নের এবারের ভাবনা অন্তঃস্বার। থিমের সঙ্গে সঙ্গতি রেখে গড়া হয়েছে প্রতিমা।




সেরা সৃজন-বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সঙ্ঘ


কেয়ো কার্পিন নিবেদিত চব্বিশ ঘণ্টা মহাপুজো সেরা সৃজনের পুরস্কার পেল বেহালা বুড়ো শিবতলা জনকল্যাণ সঙ্ঘ।