`১ কেজির দাম ২৫ টাকার বেশি যেন না হয়`, আলুর দাম কমাতে কড়া রাজ্য
রাজ্যের বাইরে আলু পাঠানো সরকার নিষিদ্ধ করতে পারে বলেও এদিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : আলুর দাম কমাতে তৎপর রাজ্য সরকার। আগামী ৭ দিনের মধ্যে আলুর দাম কমাতে হবে। সাধারণ মানুষকে ২৫ টাকা কেজিতে আলু বিক্রি করতে হবে। না হলে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। আলু ব্যবসায়ীদের বৈঠকে এদিন স্পষ্ট জানিয়ে দিল নবান্ন।
শুক্রবার কৃষি দফতরের আধিকারিকরা আলু ব্যবসায়ীদের নবান্নে বৈঠকে ডাকেন। সেই বৈঠকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয় হিমঘর থেকে আলু বের হবে ২২ টাকা কেজি দরে। সেই আলু কিনবেন বিক্রেতারা। এরপর ওই আলু বাজারে আসবে ২৩ টাকা প্রতি কেজি দরে। সাধারণ মানুষ তারপর বাজার থেকে ২৫ টাকা কেজি দরে আলু পাবেন। এদিন নবান্নে বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, ৭ দিনের মধ্যে যদি দাম না কমে, তাহলে পাইকারি ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে রাজ্য সরকার।
প্রয়োজনে রাজ্যের বাইরে আলু পাঠানো সরকার নিষিদ্ধ করতে পারে বলেও এদিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে এদিন বৈঠকে স্পষ্ট জানানো হয় যে এনফোর্সমেন্ট ব্রাঞ্চকেও প্রয়োজনে কাজে লাগানো হবে। রাজ্য সরকার চায় সাধারণ মানুষ ২৫ টাকা কেজি দরে আলু পাক।
আরও পড়ুন, 'পৌষ মেলার মাঠে চলে পতিতাবৃত্তি', অগ্নিমিত্রার মন্তব্যে সমালোচনার ঝড়