নিজস্ব প্রতিবেদন: খাস কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু হল এক শিশুর। শনিবার মৃত্যু হয় লহনা দেবনাথের। বয়স ৩ বছর ৪ মাস। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লেক এলাকার শরত্ ব্যানার্জি রোডের বাসিন্দা সুশান্ত দেবনাথের মেয়ে লহনাকে শুক্রবার রাতে অ্যাপোলে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ারে রাখা হয়েছিল লহনাকে। শনিবার দুপুর তিনটে নাগাদ তার মৃত্যু হয়। চিকিত্সকরা জানিয়েছেন, ডেঙ্গিতে লহনার শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে গিয়েছিল। 



বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৩৭ জনের। আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১৩২।


আরও পড়ুন, খাস কলকাতায় নার্সিংহোমের গাফিলতিতে মৃত্যু ডেঙ্গি আক্রান্ত কিশোরের