নিজস্ব প্রতিবেদন : আনন্দপুরের পর এবার ফুলবাগান। রেস্তরাঁয় ডিনার করতে আসা তরুণীদের শ্লীলতাহানি করার অভিযোগ উঠল একদল মদ্যপ যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, রবিবার রাতে ফুলবাগানের একটি রেস্তরাঁয় ডিনার করতে আসেন কয়েকজন তরুণী। লকডাউনের পর সবাই মিলে একত্রিত হয়ে কাঁকুড়গাছির ওই রেস্তরাঁয় ডিনারে এসে হাসি ঠাট্টায় মজেছিলেন তাঁরা। হঠাত্ই তাঁদের নজর পড়ে রেস্তরাঁর ভিতর বসে থাকা ৩ যুবকের দিকে। অভিযোগ, ওই ৩ যুবক মদ্যপ ছিলেন। রেস্তরাঁর ভিতর ওই তরুণীরা যখন ডিনার করছিলেন, তখন অন্য টেবিলে বসা ওই ৩ যুবক তাঁদের ছবি তোলার চেষ্টা করছিল।   


এই ঘটনার প্রতিবাদ করেন তরুণীর দল। অভিযোগ, প্রতিবাদ করাতে রেস্তরাঁর ভিতরেই ওই তরুণীদের টিজ করতে থাকে মদ্যপ যুবকের দলটি। এরপরই ওই রেস্তরাঁর তরফে ফুলবাগান থানায় ফোন করা হয়। ফুলবাগান থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রেফতার করা হয় অভিযুক্ত তিন মদ্যপ যুবককে।


আরও পড়ুন, লকডাউনের দিন বিষ্ণুপুরে চলল গুলি, গুলিবিদ্ধ বিজেপি কর্মী গৃহবধূ, আনা হল SSKM-এ