নিজস্ব প্রতিবেদন : নিয়ম মানছেন না অধ্যক্ষ নিজেই। উপস্থিতির হার পর্যাপ্ত না থাকা সত্ত্বেও, বাছাই করা পড়ুয়াদের পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন অধ্যক্ষ। প্রতিবাদে বিভাগীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ালেন জয়পুরিয়া কলেজের ৪ শিক্ষক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, ৬০ শতাংশ হাজিরা না থাকা সত্ত্বেও ৩০ জনের বেশি পড়ুয়াকে পরীক্ষায় বসার অনুমতি দিয়েছেন অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়। যার প্রতিবাদেই বিভাগীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সান্ধ্য বিভাগের প্রধান রাধানাথ পাইন ও অনিল সাহা এবং প্রাতঃ বিভাগের প্রধান শান্তা দত্ত ও মৌ চ্যাটার্জি। শিক্ষামন্ত্রী হাজিরার সঙ্গে আপোস না করার নির্দেশ দিলেও, অধ্যক্ষ নিজে কেন সেকথা মানছেন না, জবাব চেয়েছেন পদত্যাগকারী ৪ প্রধান।


আরও পড়ুন, স্কুলস্তর থেকেই চরিত্রগঠনে জোর, নীতিশিক্ষার উদ্যোগ রাজ্য সরকারের


প্রসঙ্গত, উপস্থিতি হার কম থাকায় পরীক্ষায় বসতে অনুমতি না দেওয়ার ঘটনাকে ঘিরে বৃহস্পতিবারই দেশবন্ধু কলেজে তাণ্ডব চালায় একদল ছাত্রী। ঘেরাও করে রাখা হয় শিক্ষকদের।