মৈত্রেয়ী ভট্টাচার্য: শহরে কোভিড-আতঙ্ক। আরও ৫ করোনা আক্রান্তের হদিশ মিলল কলকাতায়! প্রত্যেককে বেসরকারি হাসপাতালে ভর্তি হাসপাতালে।  ৩ জন আইসিইউতে। সরকারি হাসপাতালে কোভিড পরিকাঠামো খতিয়ে দেখতে বিশেষজ্ঞ টিম তৈরির নির্দেশ দিলেন স্বাস্থ্যসচিব।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Amit Shah: কাটমানির বাংলায় হাওয়া চটি ভাঁওতা! আইটি সেলের বৈঠকে শাহ-বান


ব্যবধান মাত্র কয়েকদিনের। কলকাতার  তিন হাসপাতালে তিন জন কোভিড আক্রান্তের হদিস মিলেছিল। দু'জন কলকাতারই বাসিন্দা। আর এক ছ’মাসের একটি শিশু। বিহারের বাসিন্দা সে। শিশুটি কলকাতা মেডিক্যাল কলেজে, আর বাকি ২ জন বেসরকারি হাসপাতালে। এবার খোঁজ মিলল আরও ৫ জনের। ফলে সংখ্যাটি বেড়ে হল ৮।


আর দেশের কী পরিস্থিতি? একাধিক রাজ্যে থাবা বসিয়েছে কোভিড। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট করোনায় নয়া JN1 স্ট্রেনে আক্রান্ত হয়েছেন ৬৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক JN1 আক্রান্তের হদিশ মিলেছে গোয়া।


আরও পড়ুন:  'যিশুর বার্থপ্লেস কোথায়?' বড়দিনে প্রশ্ন পথিকের! পার্কস্ট্রিটে শুনলেন সাংবাদিক



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)