রণয় তেওয়ারি: মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর। শহরের বিভিন্ন প্রান্তে দুর্ঘটনা ঘটল ১২টি! প্রাণ গেল ৫ জনের। আহত ১৩। বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে রাতের দিকেই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  Metro for Sunday TET: টেটের জন্য রবিবারের মেট্রোসূচিতে বদল, পরীক্ষার্থীদের সুবিধার্থে চলবে অতিরিক্ত ট্রেন!


রাত ৯ বেজে ৫ মিনিট
-----
স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন বছর বাইশের বিশাল সর্দার। বাড়ি, কসবার রাজডাঙা মেন রোডে।  কালিকাপুর শীতলা মন্দিরের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। কীভাবে? অভিযোগ, খোলার সময়ে চারচাকার একটি গাড়ির গেটের সঙ্গে ধাক্কা লাগে স্কুটির। হাসপাতালে নিয়ে গেলে, বিশালকে মৃত বলে  ঘোষণা করেন চিকিৎসকরা।


রাত ১০টা বেজে ১৫ মিনিট
---------
কালীঘাটের হরিশ মুর্খাজি রোডে দু'টি স্কুটারের মুখোমুখি সংঘর্ষ। আহত ৩


রাত ১১টা বেজে ৫ মিনিট
----------
বাসন্তী হাই ওয়ের কাছে দুর্ঘটনায় মৃত্যু হয় দিপায়ান মন্ডল নামে বছর ৫০ এর এক ব্যাক্তির।


রাত ১২টা বেজে ২ মিনিট
-----
ওয়েস্ট পোর্ট থানা এলাকার সিজিআর রোডে দুর্ঘটনায় গুরুতর আহত হন এক মহিলা। বাইকে করে যাচ্ছিলেন তিনি।


রাত ১২টা বেজে ৫ মিনিট
-----
খিদিরপুরে কার্ল মার্কস সরণীতে লরির ধাক্কায় প্রাণ হারান মেহেতাব হোসেন নামে বছর সাতাশের এক যুবক। আহত হন সিরাউল বাসার মন্ডল। ওই যুবকের বয়স ২২ বছর।


রাত ৩টে বেজে ১৫ মিনিট
----
স্ট্যান্ড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে বাইক। বাইকে ছিলেন ৩ জন। ২ যুবক, আর ১ তরুণী। দুর্ঘটনায় মৃত্যু হয় দু'জন। আহত ১। 


সকাল ৮টা বেজে ৪০ মিনিট
---------
নিউ আলিপুরে ডায়মন্ড হারবার রোডে ও সাহাপুর রোডে সংযোগস্থলে দুর্ঘটনা। বাইক করে স্কুলে যাওয়ার পথে জেসিবি ধাক্কায় আহত স্কুলপড়ুয়া।


সকাল ১১টা বেজে ৩০ মিনি
----
একবালপুরে  সিএমআরআইয়ের সামনে সামনে মোটর সাইকেলের ধাক্কায় আহত হন, মুখতার আহমেদ নামে বছর ৪২ এর এক ব্যাক্তি।


দুপুর ১টা
----
চারু মার্কেট থানা এলাকার ডিপি এস রোডের কাছে গাড়ির ধাক্কায় আহত হন সাইবা মন্ডল নামে বছর ৫৫ এর এক মহিলা।


দুপুর ১টা বেজে ১০ মিনিট
----
দ্বিতীয় হুগলি সেতুতে গাড়ির ধাক্কায় আহত হয় তুহিন মাঝি নামে বছর উনিশের এক যুবক। বাইকে করে যাচ্ছিলেন তিনি। 


দুপুর ২টো
---
এজেসি বোস রোডে বাস থেকে নামতে গিয়ে পড়ে যায় এক কিশোরী।


আরও পড়ুন: Christmas Tree With Waste Material: আলোর পথে আরও এক ধাপ এগোলো শহর, বর্জ্য দিয়ে তৈরি ক্রিসমাস ট্রি



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)