নিজস্ব প্রতিবেদন: আগামিকাল, বৃহস্পতিবার উল্টোডাঙা উড়ালপুল পরিদর্শন করবেন ৬ সদস‍্যের বিশেষজ্ঞ কমিটি। ওই কমিটির সুপারিশেই উড়ালপুলের পায়ারের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত বন্ধ থাকবে যান চলাচল।           


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার রাতে উড়ালপুলের একটি অংশে ধরা পড়ে ফাটল। এরপর একাধিক ফাটল লক্ষ্য করা গিয়েছে। যান চলাচল বন্ধ উল্টোডাঙা উড়ালপুলে। ফলে সংলগ্ন এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। বৃহস্পতিবার সেতু বিশেষজ্ঞ অমিতাভ ঘোষালের নেতৃত্বে কমিটি ওই উড়ালপুলটি পরিদর্শন করবে। পায়ারটি মেরামত করা হবে, না ভেঙে ফেলা হবে, সে ব্যাপারে সুপারিশ করবেন বিশেষজ্ঞরা। 



৬ জন বিশেষজ্ঞের মধ্যে রয়েছেন কেএমডিএ-র দুজন ইঞ্জিনিয়ার, বাকি ৪ জন বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সেতু বিশেষজ্ঞ। চিফ কনসালট্যান্ট অমিতাভ ঘোষালের নেতৃত্বে কমিটিতে রয়েছেন কনসালট্যান্ট সমীরণ সেন, খড়গপুর আইআইটি-র ডেপুটি ডিরেক্টর শ্রীমান ভট্টাচার্য, স্থপতি বিশেষজ্ঞ সুব্রত চক্রবর্তী এবং কেএমডিএ-র দুই ইঞ্জিনিয়ার আশিস সেন ও ভাস্কর সেনগুপ্ত।


আরও পড়ুন- উল্টোডাঙা উড়ালপুলে ফাটল! দেখে নিন কোন পথে হবে যান চলাচল