ওয়েব ডেস্ক : বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। জিতে আসার এক মাসের মধ্যে গ্রুপ-ডি পদে ৬০ হাজার কর্মী নিয়োগের প্রস্তুতি শুরু করে দিয়েছে সরকার। রিক্রুটমেন্ট বোর্ডের তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেবে ওয়েবেল। সবকিছু ঠিক থাকলে পুজোর পরই হবে নিয়োগের পরীক্ষা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইতিমধ্যেই অনলাইন পদ্ধতিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগেই ডাকা হয়েছিল টেন্ডার।  মোট ১৩টি সংস্থা আবেদন করেছিল। বুধবার টেন্ডার খোলা হয়। টিসিএস, মেরিট ট্র্যাক, স্যাট ভ্যাট সহ ১৩টি সংস্থার মধ্যে সবচেয়ে কম রেট দিয়ে কাজটি পেয়েছে ওয়েবেল। ৬০ হাজার পদের জন্য কয়েক লক্ষ আবেদনপত্র জমা পড়বে বলে অনুমান রাজ্যের।


কীভাবে আবেদন?


১) আবেদনপত্র গ্রহণ করা হবে অনলাইনে।


২) আবেদনপত্র  স্ক্রুটিনির কাজও হবে অনলাইনেই।


৩) অনলাইনে পৌঁছে যাবে প্রার্থীদের অ্যাডমিট কার্ড।


৪) প্রাথমিক পরীক্ষা হবে অনলাইনে, সেই পরীক্ষায় পাস করলে হবে ইন্টারভিউ।   


৫) অগাস্ট মাসে সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে আবেদন পত্র চাওয়া হবে।


৬) আবেদনপত্রের স্ক্রুটিনি শেষ হলে অ্যাডমিট কার্ড পাঠানো হবে।