নিজস্ব প্রতিবেদন: গতকাল ভরসন্ধেয় খাস কলকাতায় মন্ত্রীর বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে। আজ কসবার ঘটনায় পর্ণশ্রী, পূর্ব যাদবপুর এবং কসবা এই তিন এলাকায় তল্লাশি চালায় পুলিস। এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনটি গাড়ি আটক করা হয়েছে। যেগুলি অপরাধ সংগঠনের কাজে ব্যবহার করা হয়েছিল। বোমা তৈরির সামগ্রীও বাজেয়াপ্ত করেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভরসন্ধেয় Indranil Sen-র বাড়ির সামনে 'বোমাবাজি', তোলপাড় কসবা


এ দিন এসি গাড়িতে চেপে হামলার অভিযোগ ওঠে ইন্দ্রনীল সেনের (Indranil Sen) বাড়ির সামনে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। তদন্তে নামে পুলিস। রাস্তার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়। সেখান থেকেই মিলেছে ক্লু। ইতিমধ্যেই যেই ৮ জনকে পুলিসি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। 


আরও পড়ুন:  বিজেপিতে Prabir Ghosal? কোন্নগরে বিধায়কের 'দাদার অনুগামী' পোস্টার ঘিরে তুঙ্গে জল্পনা


কসবার একটি বিখ্যাত শপিং মলের পিছনে বহুতলে সপরিবারে থাকেন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen)। তিনি তখন বাড়িতে ছিলেন না। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধে সাড়ে ৭টা নাগাদ একটি এসি গাড়ি এসে থামে মন্ত্রীর বাড়ির সামনে। সেই গাড়ি থেকে বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। এরপর গাড়িটি চলে যায় বাইপাসের দিকে। এর আগে মঙ্গলবার রাতেও ওই এলাকায় বোমাবাজি হয় বলে অভিযোগ।