পার্ক সার্কাসে উড়ালপুলে ঘুড়ির মাঞ্জায় প্রাণ হারালেন বাইক আরোহী
চিনা মাঞ্জায় তৈরি ঘুড়ির সুতো গলায় জড়িয়ে এর আগে আহত হয়েছেন অনেক বাইকআরোহী।
নিজস্ব প্রতিবেদন: শহরে ফের চিনামাঞ্জার বলি। এজেসি বোস রোডের উড়ালপুলে বাইকে যাওয়ার সময় ঘুড়ির সুতো গলায় জড়িয়ে মৃত্যু হয় বছর চল্লিশের আখতার খান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি।
চিনা মাঞ্জায় তৈরি ঘুড়ির সুতো গলায় জড়িয়ে এর আগে আহত হয়েছেন অনেক বাইকআরোহী। সব ঘটনাই হয়েছে এজেসি বোস উড়ালপুল ও মা উড়ালপুলে। তবে সুতো জড়িয়ে মৃত্যুর ঘটনা এই প্রথম। মৃতের আখতার খান খিদিরপুরের বাসিন্দা। শনিবার বিকেলে ফ্লাইওভারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন আখতার। খবর পেয়ে তাঁকে উদ্ধার করতে যায় ট্রাফিক পুলিস। নিয়ে যাওয়া হয় চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিস। সূত্রের খবর,হেস্টিংস থেকে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পার্ক সার্কাস সাত মাথার মোড়ে উড়ালপুল থেকে নামার মুখেই তাঁর গলায় জড়িয়ে যায় ঘুড়ির সুতো। লকডাউনে ফাঁকা রাস্তায় তাঁর যানের গতিও ছিল। সুতো গলায় আটকে যাওয়ার পর অনেকখানিই এগিয়ে যান আখতার। চিকিৎসকরা জানান, গলায় গভীর ক্ষত হয়েছিল। সেই ক্ষত থেকে রক্তক্ষরণ হওয়ার পর হৃদযন্ত্রের স্বাভাবিক ক্রিয়া স্তব্ধ হয়েছিল।
আরও পড়ুন- শিবপুর থানার ১৫ পুলিস কর্মী করোনামুক্ত, হাওড়া থানায় আক্রান্ত ২