kolkata: বিজেপি করার অপরাধে বাড়িূতে বুলডোজার! বড়তলা থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় বুলডোজার দিয়ে বিজেপি নেতার বাড়ি ভাঙার অভিযোগ। অভিযোগ স্থানীয় বিধায়ক ও কাউন্সিলরের ইন্ধনে শুধুমাত্র বিজেপি করার অপরাধে ভাঙা হয়েছে বড়তলা থানা এলাকার ১৮৪ রমেশ দত্ত স্ট্রিটের জি প্লাস ৩ বিল্ডিংয়ের একতলার দোকান এবং গ্যারেজের সামনের অর্থাৎ গাড়ি রাস্তায় বের করার স্ল্যাব সহ একাধিক অংশ।
অয়ন ঘোষাল: বিজেপি করার অপরাধে উত্তর কলকাতা জেলা কার্যনির্বাহি কমিটির মেম্বারের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙ্গে দেওয়ার অভিযোগ। বড়তলা থানায় অভিযোগ দায়ের।
খাস কলকাতায় বুলডোজার দিয়ে বিজেপি নেতার বাড়ি ভাঙার অভিযোগ। অভিযোগ স্থানীয় বিধায়ক ও কাউন্সিলরের ইন্ধনে শুধুমাত্র বিজেপি করার অপরাধে ভাঙা হয়েছে বড়তলা থানা এলাকার ১৮৪ রমেশ দত্ত স্ট্রিটের জি প্লাস ৩ বিল্ডিংয়ের একতলার দোকান এবং গ্যারেজের সামনের অর্থাৎ গাড়ি রাস্তায় বের করার স্ল্যাব সহ একাধিক অংশ।
আরও পড়ুন: JU Student Death | Sourav Ganguly: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুর ঘটনা লজ্জার'!
সুনীল সিং নামে ওই বিজেপি কর্মীর অভিযোগ, ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসার অভিযোগ জানিয়ে তিনি শাসক দলের বিরুদ্ধে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেন। সেই থেকেই তিনি স্থানীয় পুরপিতা অর্থাৎ ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ চ্যাটার্জি এবং শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শশী পাঁজার রোষানলে পড়েন। এরপর নিজের অসুস্থ বাবাকে ডায়ালিসিস করানোর উদ্দেশ্যে তিনি বাড়ির নিচের গ্যারাজ থেকে গাড়ী বের করার জন্য ফুটপাতে একটি স্লোপিং তৈরি করতে চাইলে বারবার সেই আবেদন খারিজ করে দেওয়া হয় বলেও অভিযোগ। এই নিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। তার মধ্যেই গতকালের এই ঘটনা।
আরও পড়ুন: JU Student Death: থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ, যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ৩
২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ চ্যাটার্জির পাল্টা অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়ির সামনের ফুটপাত বেআইনি ভাবে দখল করে রাখা ছিল। এটা মূল বাড়ির অংশ নয়। ফুটপাত দখলমুক্ত করা পুরসভার আইনগত অধিকার। তাই পুরসভা ঠিক সেই কাজটাই করেছে। এতে কোনও অন্যায় নেই।
যেহেতু জায়গার মালিক পুরসভা, অতএব দখলকারিকে আগাম নোটিস দিয়ে জানানোর প্রয়োজন নেই। পুরসভা আইনে সেকথা বলাও আছে। উনি নিজেকে বড় বিজেপি নেতা হিসেবে জাহির করার উদ্দেশ্যে এখানে বিজেপি বনাম শাসক দল টেনে আনছেন।