Primary TET: শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে `ভুয়ো সার্টিফিকেট`! তারপর?
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে। সল্টলেকে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে নির্দিষ্ট দিন ইন্টারভিউ দিতে আসছেন এক-একটি জেলার চাকরিপ্রার্থীরা।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও নান্টু হাজরা: শিক্ষক নিয়োগের ইন্টারভিউতে 'ভুয়ো সার্টিফিকেট'! হাতেনাতে পাকড়াও চাকরিপ্রার্থী। অভিযুক্তকে পুলিসের হাতে তুলে দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের কর্তারা।
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে। প্রথম দফায় ইন্টারভিউতে ডাক পেয়েছিলেন শুধুমাত্র কলকাতায় চাকরিপ্রার্থীরা। আর বিভিন্ন জেলা থেকে যাঁরা চাকরির জন্য আবেদন করেছেন, তাঁদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে এখন। কীভাবে? সল্টলেকে প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে নির্দিষ্ট দিন ইন্টারভিউ দিতে আসছেন এক-একটি জেলার চাকরিপ্রার্থীরা। এদিন যেমন এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীরা।
আরও পড়ুন: হরিদেবপুর কাণ্ডে নাটকীয় মোড়! মাকে ফাঁসাতে ভুয়ো চ্যাটের টেমপ্লেট, ঘরে আগুন মেয়েরই
জানা গিয়েছে, অভিযুক্তের নাম বাপ্পা দেবনাথ। বাড়ি, উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য অবশ্য দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে আবেদন করেছিলেন। সেই সূত্রেই ইন্টারভিউ দিতে এসেছিলেন তিনি। তারপর? ইন্টারভিউয়ের আগে যখন নথিপত্র জমা দিচ্ছিলেন, তখন বাপ্পার ডিএলএড সার্টিফিকেটটি দেখে সন্দেহ হয় পর্ষদ কর্তাদেরই। এরপরই পরীক্ষা করে দেখা যায়, ওই সার্টিফিকেটটি জাল! খবর দেওয়া হয় থানায়।
ডিএলএড কোর্সটি দু'বছরের। প্রশিক্ষণ শেষ করার জন্য অবশ্য সর্বোচ্চ ৩ বছর সময় দেওয়া হয় পড়ুয়াদের। যাঁরা টেটে বসতে চান, তাঁদের জন্য ডিএলএড বাধ্যতামূলক।